এমটিভি ইন্ডিয়ার জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’। জলদি আসছে নতুন সিজন। বিগত কয়েক বছর ধরেই সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন রণবিজয় সিং। সঙ্গে রয়েছেন সানি লিওনিও। তবে এবার এল বড় বদল। রণবিজয়কে সরিয়ে সানির সঙ্গে স্প্লিটসভিলা হোস্ট করবেন অর্জুন বিজলানি। আর তা জানার পরেই টনক নড়েছে দর্শকদের। কেউই খুব একটা খুশি নয় এই সিদ্ধান্তে।
MTV Splitsvilla X4 প্রসঙ্গে অর্জুনকে বলতে শোনা গেল, ‘১৪ নম্বর সিজনের অংশ হতে পেরে আমি ভীষণ উত্তেজিত। বরাবরই তরুণদের মধ্যে খুব জনপ্রিয় এই শো। আর এটার গেম-চেঞ্জিং টুইস্ট তো আমার দুর্দান্ত লাগে। আমি সত্যি মুখিয়ে আছি শো-র বিনোদনমাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য। আর তারওপর পাশে থাকবে কো-হোস্ট হিসেবে সানি লিওনি। আমি নিশ্চিত আমার ভক্তদের এটা খুব ভালো লাগবে।’ আরও পড়ুন: বলিউডের নষ্ট হওয়া ভাবমূর্তির সঙ্গে রাহুল গান্ধীর মিল পেল স্বরা,‘সবাই বলে পাপ্পু’
আর সানি এই প্রসঙ্গে বললেন, ‘নতুন সিজনে অর্জুনের সঙ্গে কাজ করার জন্যও আমিও খুব উত্তেজিত। যতটা দেখেছি ও খুব মজার মানুষ, খুব আনন্দ করতে পারে, আর তাই ওর সঙ্গে কাজ করাও একদা দারুণ অভিজ্ঞতা হবে। দর্শকদেরও যে খুবই ভালো লাগবে তা আমি নিশ্চিত।’
প্রসঙ্গত, স্প্লিটসভিলার একদম প্রথম সিজন হোস্ট করেছিলেন রণবিজয়, যা সম্প্রচারিত হয়েছিল ২০০৮ সালে। এরপর ফের তিনি শো-তে ফেরন ২০১৫ সালে। তারপর থেকে তিনিই ছিলেন সঞ্চালনায়। মাঝের সিজনগুলোর দায়িত্বে ছিলেন নিখিল চিনাপ্পা। আর সানি স্প্লিটসভিলায় যোগ দিয়েছেন ৭ নম্বর সিজন থেকে। আরও পড়ুন: অবিশ্বাস্য! এই কারণে দ্য কপিল শর্মা শো থেকে সরে দাঁড়ালেন ক্রুষ্ণা অভিষেক