১৪৪ বছর পর একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। আর তাই ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে দেশ-বিদেশ থেকে হাজির হচ্ছেন পুণ্যার্থীরা। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিপাড়া থেকে মহাকুম্ভে গিয়ে স্নান করে এসেছেন এবং করতে যাচ্ছেন বহু তারকা।
এবার মহাকুম্ভে পুণ্যস্নান সারলেন পরিচালক অরিন্দম শীল। তাঁর সঙ্গী হয়েছিলেন 'স্ত্রী' শুক্লা শীল। লাল একটা টি-শার্ট পরে জলে নেমে ডুব দিতে দেখা গিয়েছে অরিন্দমকে। পরে স্ত্রী শুক্লার সঙ্গে কপালে হলুদ তিলক কেটে দেখা মেলে পরিচালকের। প্রবল ভিড়ের মধ্যে কুম্ভে যখন একের পর এক অপ্রীতিকর ঘটনার কথা সামনে আসছে, ঠিক তখনই অরিন্দম অবশ্য জানিয়েছেন তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি। তাঁর কথায়, কুম্ভে প্রবল ভিড় হলেও সেখান সরকারি আধিকারিকরা দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখছেন না। সারাক্ষণ মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে। কুম্ভের পর অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরলেন শুক্লা ও অরিন্দম।