সদ্যই ওড়িশায় অনুষ্ঠিত হল অরিজিৎ সিংয়ের কনসার্ট। সেখানেই গায়ক এমন একাধিক জিনিস করেছেন যা নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। এদিন তাঁকে ওড়িশার জনপ্রিয় গান রঙ্গবতী গান। তাঁর সঙ্গে যোগ দেন দর্শকরাও। আর কী ঘটেছে?
ওড়িশায় অরিজিৎ সিংয়ের কনসার্ট
এদিন অরিজিৎ সিংয়ের এক ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে মঞ্চে ঘুরে ঘুরে গোত্র ছবিতে ব্যবহৃত হওয়া এবং ওড়িশার একটি অন্যতম জনপ্রিয় গান রঙ্গবতী গাইছেন অরিজিৎ সিং। শুধু তাই নয় তাঁকে গাইতে গাইতে অল্প নাচতেও দেখা যায়। এদিন এই আঞ্চলিক জনপ্রিয় গানটি তিনি পারফর্ম করায় মুগ্ধ হয়ে যান তাঁর দর্শক এবং অনুরাগীরা। তাঁরাও গলা মেলান গায়কের সঙ্গে।
অন্য আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিজিৎ তাঁর গিটার খুলে এক অনুরাগীকে দিয়েছেন। সেই ব্যক্তি গিটার বাজাচ্ছেন আর অরিজিৎ ঘুরে ঘুরে গান গাইছেন। তাঁদের এদিন অ্যায় দিল হ্যায় মুশকিল গানটি একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়।
কে কী বলছেন?
ভিডিয়ো দুটো ভাইরাল হতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। একজন লেখেন, 'এই সুন্দর ওড়িয়া গানটি উনি যেন আরও সুন্দর ভাবে গাইলেন। ভীষণ ভালো লাগল। দর্শকরা কতটা উপভোগ করছে সেটা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে।' আরেকজন লেখেন, 'দেখেই পুরো গায়ে কাঁটা দিচ্ছে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ছেলেটা খুব ভাগ্যবান। ভীষণ ভালো লাগল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এত বড় মাপের মানুষ অথচ দেখে বোঝার উপায় আছে? কী মাটির মানুষ।'
প্রসঙ্গত ইতিমধ্যেই দুটো ভিডিয়ো প্রায় ৬০ হাজার বার দেখা হয়েছে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই। শেয়ার হয়েছে বহুবার।