পুজোর সময় স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের গল্প নিয়ে আসছে দেবের নতুন ছবি। অরুণ রায় পরিচালিত এই ছবিতে দেব নাম ভূমিকায় ধরা দেবেন। প্রথমবার অবতীর্ণ হবেন কোনও স্বাধীনতা সংগ্রামীর বেশে। ইতিমধ্যেই সেই ছবির প্রথম ঝলক মুক্তি পেয়ে গিয়েছে। গত ১৪ অগস্ট প্রথমে মুক্তি পায় বাঘা যতীন ছবির বাংলার টিজার। ১৫ অগস্ট আসে ছবির হিন্দি টিজার। হ্যাঁ, এই ছবিটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও গোটা দেশ জুড়ে মুক্তি পাচ্ছে। আর এবার দেবের এই ছবির পাশে দাঁড়ালেন খোদ অরিজিৎ সিং।
অরিজিৎ সিং এদিন বাঘা যতীন ছবির হিন্দি ভার্সনের টিজার তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি এই ছবির সমর্থনে লেখেন, 'স্বাধীন ভারতের স্বপ্ন দেখে, স্বাধীন ভারতের জন্য যে বীর স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছিলেন তাঁদের অন্যতম বীর যোদ্ধার অজানা গল্পের সাক্ষী থাকুন। দেব এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাঘা যতীনের গল্পকে বড় পর্দায় নিয়ে আসার মতো একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অনেক শুভ কামনা রইল। আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি আপনারা সকলে দয়া করে এই ছবির পাশে থাকবেন। এই বীর যোদ্ধাকে সম্মান জানাবেন।'
অরিজিৎ সিংয়ের এই পোস্ট এদিন দেব আবার তাঁর পেজ থেকে শেয়ার করেন। তিনি এই পোস্টটি শেয়ার করে লেখেন, 'ধন্যবাদ ভাই।'
আরও পড়ুন: 'হয় মারে নইলে মরে, কিন্তু ধরা পড়ে না', রুদ্ধশ্বাস প্রি-টিজারে বাঘা যতীন হয়ে ধরা দিলেন দেব