উজ্জয়িনী শহরের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিৎ সিং। সঙ্গী স্ত্রী কোয়েল সিং। অরিজিতের মহাকাল মন্দিরে পুজো দেওয়া একাধিক ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁরে গেরুয়া রঙের নামাবলী ধরনের একটা কুর্তা ও ঐতিহ্যবাহী লালচে রঙের ধুতিতে দেখা যাচ্ছে। অন্যদিকে তাঁর স্ত্রী কোয়েলও পরেছিলেন অরিজিতের ধুতির রঙের লাল শাড়ি। তাঁর গায়ে জড়ানো ছিল নীল শাল। দুজনের কমালেই ছিল হলুদ চন্দনের চওড়া তিলক।
২০ এপ্রিল রবিবার সকালে পুরোহিতের মাধ্যমে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎকে। পুরোহিত তাঁর গলায় ওঁং লেখা একটা লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ভষ্ম আরতিতে অংশগ্রহণ করেন গায়ক। আবার তাঁদের নন্দী হলে বেশকিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতেও দেখা যায়। ANI-এর ক্যামেরায় উঠে এসেছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-সোহেলের সঙ্গে ডিভোর্স, সলমন খানের বাড়ি থেকে বেরিয়ে কতটা বদলেছে জীবন, কী বললেন সীমা সচদেব?
এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে শো করছেন অরিজিৎ সিং। ১৯ এপ্রিল ইন্দোরে তিনি শো করেছেন। ইতিমধ্যেই তিনি দিল্লি, মুম্বই, পুণেতে শো করে ফেলেছেন।
আরও পড়ুন-বক্স অফিসে অক্ষয় ঝড় কি শুরু? ২ দিনে কেশরী ২র লক্ষ্মীলাভ কত? কী হাল জাট ও সিকন্দরের?
আরও পড়ুন-'খান' পদবী নামের পাশ থেকে ফেলে দিতে চান ইরফান পুত্র, কিন্ত কেন? নিজেই জানালেন বাবিল
এর আগে ডাচ ডিজে ও সঙ্গীতশিল্পী মার্টিন গ্যারিক্সের সঙ্গে শো করে ও গান রেকর্ড করে চর্চায় ছিলেন অরিজিৎ সিং। অরিজিৎ ও মার্টিনের যৌথ উদ্যোগে আসছে ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’। আরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে গত মার্চে সেই গানেরই জ্যামিং সেশনে দেখা গিয়েছিল মার্টিনকে। পরে মুম্বই-এর শোতে একসঙ্গে সেই গান করেন এই দুই শিল্পী জুটি। সম্প্রতি স্পটিফাই ইন্ডিয়ার স্টুডিয়োতে নিজেদের সেরা অনুরাগীদের সেই অপ্রকাশিত গান শুনতে আমন্ত্রণ জানিয়েছিলেন অরিজিৎ ও মার্টিন। বহু অনুরাগীর সঙ্গে কথা বলতে, আলাপ করতে দেখা যায় তাঁদের। শুরুতে অনুরাগীদের সঙ্গে চেয়ারে পাশাপাশি বসে গান শোনেন অরিজিৎ সিং ও মার্টিন গ্যারিক্স। তারপর আবার মাঝপথে চেয়ার থেকে নেমে মাটিতে বসে পরতে দেখা যায় অরিজিৎকে, তাঁকে অনুসরণ করেন মার্টিনও। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল।