গত ৩০ নভেম্বর বেঙ্গালুরুতে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। সেখানেই গায়ককে নিজের ছন্দে মঞ্চ মাতাতে দেখা গেল। তাঁর সঙ্গে তাঁরই গানের সুরে ভাসলেন আপামর দর্শক। তবে কেবল নয়, এদিন তিনি দর্শকদের জন্য সাজিয়ে রেখেছিলেন একটি বিশেষ চমকও। কী? তাঁর নাচ!
আরও পড়ুন: মোটেই ধর্ম বদলাননি আদিত্য! তাহলে জারিনাকে বিয়ে করতে সবার চোখে ধুলো দিয়ে ঘটিয়েছিলেন কোন কাণ্ড?
বেঙ্গালুরু কনসার্টে অরিজিৎ সিংয়ের নাচ
এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান ক্লাবের তরফে তাঁর বেঙ্গালুরু কনসার্টের একাধিক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানেই একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে গায়ক মোটেই গান গাইছেন না। তাহলে কি করছেন? গিটার হাতে নিয়ে নাচছেন।
শাহরুখ খান, নয়নতারা অভিনীত জওয়ান ছবি থেকে তাঁকে এদিন প্রথম চালেয়া গানটি গাইতে দেখা যায়। তারপর সেই গানের সুরেই তিনি গানটির হুক স্টেপ করেন। আর তাঁর সেই কাণ্ড দেখে মুগ্ধ হয়ে চেঁচাতে থাকেন তাঁর অনুরাগীরা।
কে কী বলছেন?
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এখন খালি গাইলে হবে না। সব করতে হবে। দর্শকরা সব চায়।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'বিশ্বাসই করতে পারছি না নিজের চোখকে। অরিজিৎ সিং নাচছে! মানে এটাও সম্ভব! এটাও দেখতে হল?' তৃতীয় জন লেখেন, 'যাঁরা ওঁর কনসার্ট লাইভ দেখেন তাঁরা কত ভাগ্যবান! আমি যে কবে দেখব!'
আরও পড়ুন: 'আজ রাতে আর ওর ঘুম আসবে না...', যুবরাজ - ভক্তের জন্য কৌন বনেগা ক্রোড়পতিতে বিশেষ চমক অমিতাভের!
অরিজিৎ সিংয়ের অন্যান্য কনসার্ট
অরিজিৎ সিং বর্তমানে ইন্ডিয়া ট্যুর করছেন। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে শো করে বেড়াচ্ছেন। আর সেটারই অংশ ছিল গত শনিবারের এই বেঙ্গালুরু কনসার্ট। এরপর হায়দরাবাদে আগামী ৭ ডিসেম্বর তাঁর কনসার্ট আছে। তারপর ফেব্রুয়ারির ২ তারিখ দিল্লিতে, মার্চের ২৩ তারিখ মুম্বইতে এবং এপ্রিলের ২৭ তারিখ চেন্নাইতে শো আছে তাঁর এই ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে। বেঙ্গালুরু দিয়েই শুরু হল সেই ট্যুরের সফর।