১৭ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন আরবাজ খান এবং মালাইকা আরোরা। প্রাক্তন দম্পতির একমাত্র ছেলের নাম আরহান। বিচ্ছেদের পর থেকে মালাইকার সঙ্গেই থাকে আরহান। ছেলের দায়িত্ব দুজনেই সমান ভাবে পালন করেন। শীঘ্রই বন্ধু আরুশ ভার্মা এবং দেব রায়ানির সঙ্গে 'দম বিরিয়ানি' নামে একটি ছয় পর্বের সিরিজে দেখা যাবে আরহানকে।
পডকাস্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরহানের সঙ্গে অন্যান্যদের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। চার নারী যারা বর্তমানে নেটফ্লিক্সে ভারতীয় রিয়েলিটি শোয়ে রাজত্ব করছেন- নীলম কোঠারি, মাহিপ কাপুর , সীমা সাজদেহ এবং ভাবনা পাণ্ডেও রয়েছেন এই পডকাস্টে। সম্পর্কে আরহানের জেঠিমা হন সীমা সাজদেহ। আরও পড়ুন: ২৫ বছরের ছোট সুরাকে খাইয়ে দিলেন আরবাজ! টেবিলে বসে চাক্ষুষ অন্য বলি-তারকারা
আরহানকে ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘১০ মিনিট আগে আমরা পডকাস্ট করার কথা ভাবছিলাম। ৫ মিনিট আগেই রিয়ালিটি শো নিয়ে চিন্তাভাবনা আসে আমাদের মাথায়’। আড্ডার আসরে দেখা গিয়েছে তাঁরা একে অপরের সঙ্গে ঠাট্টা-তামাশা করছেন।