বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সবটা বড্ড দ্রুত হয়ে গেল...' বিয়ের মাত্র কদিন আগেই ফিল্মি কায়দায় সুরাকে প্রপোজ করেন আরবাজ! প্রকাশ্যে ভিডিয়ো
পরবর্তী খবর
'সবটা বড্ড দ্রুত হয়ে গেল...' বিয়ের মাত্র কদিন আগেই ফিল্মি কায়দায় সুরাকে প্রপোজ করেন আরবাজ! প্রকাশ্যে ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 31 Dec 2023, 11:27 PM ISTSubhasmita Kanji
Arbaaz-Sshura Khan: সদ্যই নিকাহ পড়েছেন আরবাজ খান এবং সুরা খান। তাঁদের বিয়ের কদিনের মধ্যেই প্রকাশ্যে এল তাঁদের প্রপোজালের ভিডিয়ো।
বিয়ের মাত্র কদিন আগেই ফিল্মি কায়দায় সুরাকে প্রপোজ করেন আরবাজ!
এতদিন সেটা প্রাইভেট ছিল। বলিউড তারকার সঙ্গে বিয়ে হতেই সেটা পাবলিক করলেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। আর তাঁর সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই ধরা পড়ল তাঁদের বিয়ে সংক্রান্ত একাধিক পোস্ট। আর এসবের মধ্যেই নজর কাড়ল তাঁর করা তাঁদের নিকাহ সম্পর্কিত নতুন পোস্ট।
আরবাজ-সুরার প্রপোজাল ভিডিয়ো
রবিবার, ৩১ ডিসেম্বর বছর শেষ হওয়ার আগে সুরা তাঁর অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে একটি পার্টিতে আরবাজ এবং সুরাকে দেখা যাচ্ছে। আচমকাই সেখানে মাটিতে বসে হাঁটু গেঁড়ে সুরাকে প্রপোজ করেন আরবাজ খান। একেবারে ফিল্মি কায়দায় ফুলের তোড়া দিয়ে তাঁকে প্রপোজ করেন সলমন খানের ভাই।
ফুল দিয়ে প্রপোজ করার পরই তাঁকে আংটি পরিয়ে দিতে দেখা যায়। তবে এই পার্টিতে আরবাজ একা নন, তাঁর পরিবারের একাধিক ব্যক্তিকেও দেখা যাচ্ছে। অর্পিতা খান, আরবাজ খানের ছেলে আরহান খানকেও দেখা যাচ্ছে। সুরা খান এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '১৯ তারিখে হ্যাঁ বলার থেকে ২৪ তারিখ বিয়ে সবটাই খুব দ্রুত হয়ে গেল।'