বাড়ির বৈঠকখানায় একত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বসে রয়েছেন দেশ, বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তাঁদের সকলের গলায় একটাই সুর, 'হরেকৃষ্ণ, হরেরাম'। কৃষ্ণনামে মজে রয়েছেন সকলে। কেউ বাজাচ্ছেন হারমোনিয়াম, কারোর হাতে গিটার, কেউ বা বাজাচ্ছেন ঢোল, কেউ আবার বাজাচ্ছেন বেহালা, কারোর হাতে আবার মন্দিরা কিংবা বাঁশি, কেউ আবার শুধু হাততালি দিয়ে সুর মেলালেন। গলা ছেড়ে গাইলেন ‘হরেকৃষ্ণ, হরেরাম’।
আর দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের এই শিল্পীদের সুরে বুঁদ হয়ে যিনি রয়েছেন তিনি হলেন অস্কারজয়ী গায়ক এ আর রহমান (AR Rahman)। সুন্দর এই আড্ডা, এই মুহূর্তটি নিজের ফোনের ক্যামেরায় লেন্সবন্দি করতে দেখা গেল তাঁকে। রহমানও বুঁদ হয়ে রইলেন এই কৃষ্ণনামে। আর এই কৃষ্ণনামের আসর বসেছিল রহমানের দুবাই-এর বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই ভিডিয়ো। যা দেখে মুগ্ধ নেটবনাগরিকরাও।
আরও পড়ুন-লাজুক কনে নন, ক্যামেরার সামনে হাসিমুখে পোজ, তবে আড়ালে আবডালে নাকি কাঁদছিলেন সন্দীপ্তা!
আরো পড়ুন-Sreelekha Mitra: লিফটে ওঠার পথে পা ধরে নাছোড়বান্দা, ‘আমিও যাব’, আবেগে কেঁদে ফেললেন শ্রীলেখা