রবিবার সকাল সকাল অস্কারজয়ী সুরকার এ আর রহমানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। খবর প্রকাশ্যে আসতেই দ্রুত তাঁর খবর নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইনস্টাগ্রামে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নিজেই অস্কারজয়ী গায়ক-সঙ্গীত পরিচালকের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট শেয়ার করেছে।
রহমানের স্বাস্থ্য নিয়ে স্ট্যালিন বলেন, ‘আমি শুনেছি সংগীত সম্রাট এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি ওঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি এখন ভালো আছেন এবং শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন তারা। এটা শুনে আমি খুশি ও আশ্বস্ত হই।' তাঁর ছেলে উদয় স্ট্যালিন লিখেছেন, ‘সঙ্গীত সম্রাট’ এ আর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, ’আশা করছি তিনি দ্রুত বাড়ি ফিরবেন।'
আরও পড়ুন-গুরুতর অসুস্থ! হঠাৎই বুকে ব্যথা, চেন্নাইয়ের নামী হাসপাতালে ভর্তি এআর রহমান
কী হয়েছিল এ আর রহমানের?
রবিবার সকালে খবর মেলে হঠাৎই বুকে ব্যথা, চেন্নাইয়ের চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমানকে। সুরকারকে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছিল। শিল্পীর ECG, ইকো কার্ডিওগ্রাম ও অ্যাঞ্জিওগ্রাফিও হয়েছে বলে খবর মিলেছিল।
তবে চিকিৎসকরা সমস্তকিছু পরীক্ষা করে জানান ৫৮ বছর বয়সী রহমান সুস্থ আছেন। তাঁর অসুস্থতা গুরুতর কিছু নয়। রবিবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছিল। পাশাপশি সঙ্গীতশিল্পী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে যে খবর শোনা গিয়েছিল, সেটিও 'ভুয়ো' বলে উড়িয়ে দিয়েছে সঙ্গীত শিল্পীর টিম।
শিল্পী মুখপাত্র বলেন, 'হার্ট সংক্রান্ত বিষয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন। তিনি গতকালই (শনিবার) লন্ডন থেকে ফিরেছেন এবং দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। আর রোজা রাখার কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। এরপর রাতেই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর হাসপাতালের তরফেও বিবৃতিতে এই একই কথা বলা হয়। এমনকি শিল্পীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এ আর রহমান
এ রহমান এই মুহূর্তে বেশকিছু কাজ গান নিয়ে ব্যস্ত। গত মাসে চেন্নাইয়ে গণিত ট্যুর কনসার্টে গায়ক এড শিরানের সঙ্গে যোগ দিয়েছিলেন রহমান। চলতি মাসের শুরুতে ৩ মার্চ মুম্বইয়ে HT মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডে দেখা গিয়েছিল তাঁকে।
এদিকে সম্প্রতি, রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুও সম্প্রতি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জরুরি কিছু কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকেও অস্ত্রোপচার করতে হয়েছিল। পরে তাঁর আইনজীবী বন্দনা শাহ এক বিবৃতিতে এই খবর জানান। প্রসঙ্গত, প্রায় ২৯ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালের ১৯ নভেম্বর বিবাহ-বিচ্ছেদের কথা ঘোষণা করেন সায়রা বানু ও এ আর রহমান।