'যেন পায়ের তলায় সরষে'। সুযোগ পেলেই ইতিউতি ঘুরতে বেড়িয়ে পড়েন। দেশে কিংবা বিদেশে। এবার অভিনেত্রী অপরাজিতা আঢ্যর গন্তব্য এবার ফ্রান্স। হ্যাঁ, সম্প্রতি ইউরোপের এই সুন্দর দেশেই ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। শুধুই কি ঘুরে বেড়ানো, তিনি একপ্রকার এই সুন্দর দেশের প্রেমেই পড়ে গিয়েছেন। তারই প্রমাণ মিলেছে অপরাজিতার ইনস্টাগ্রাম পোস্টে।
লম্বা পোস্টে অপরাজিতা লিখেছেন, ‘দক্ষিণ ফ্রান্সের উপকূলে, সমুদ্রের একেবারে কোল ঘেঁষে অবস্থিত আদুরে শহর ক্যাসিস । কিশোরী তন্বীর মতন তার গড়ন, ছোট ছোট পাথুরে ঘরবাড়ি গুলো যেন মোম রঙে সাজানো জলছবি, পাথর বাঁধানো রাস্তা থেকে যেদিকে দুচোখ যায়, শুধু নীল আর নীল, সমুদ্রের নীল আর আকাশের নীল মিলেমিশে একটা নীলাভ স্বপ্নের ছায়া শহরটার মুখের উপর। পাটভাঙা রোদ্দুরে গা ধুয়ে নিতে পারো সহজেই, মাঝিমাল্লাদের শহরের উপকণ্ঠে বসে সমুদ্রে চেয়ে দেখলেই ছোট ছোট মাছ ধরা নৌকোর অবিরত আসা যাওয়া… ওরা বুঝি মুক্ত খোঁজে? মৎস্যকন্যার সাথেই প্রেমে পড়ে?’
ক্যাসিসের সৌন্দর্যে মুগ্ধ অপরাজিতা আরও লিখেছেন, ‘সাগরের নীলিমায় বিলীন হতে ইচ্ছে করে, মনে হতেই পারে, এ শহরে সব সম্ভব। এক পা দু পা এগোলেই ছোট ছোট ক্যাফেদের কলতান, আন্তরিকতার গন্ধে ভরা ধোঁয়া ওঠা কফির কাপ, কী বলেছিল সেই সব পেয়ালার অবসর আজও মনে আছে, আবার এসো কিন্তু, আমায় ভুলো না! বৃহতের গরিমা যার নেই, তার ছিমছাম হওয়ার লাবণ্য আসে খুব সহজেই। এ শহর যেন সে কথাই বলে প্রতি ক্ষণ । আঙুরের ক্ষেত, আমেজি ওয়াইনের গৌরব আর জল পিয়াসী মনের টান, নুড়ি পাথরে ভরা রামধনু রং সমুদ্র সৈকত; সব মিলিয়ে ক্যাসিস কে ভোলা যায় না। আজও মনের কোনে আঁকিবুঁকি এক অদ্ভুত রুপোলি মায়ায়… যা পেয়েছি সে রসদ যে স্মৃতির চেয়ে সত্যি সত্যিই বেশি!’
আরও পড়ুন-নীতিনের মৃত্যুতেও সুশান্ত কাণ্ডের ছায়া! কী কারণে এমন কঠিন পদক্ষেপ! কী বলছে মুম্বই পুলিশ?
আরও পড়ুন-‘হয়ত মা থাকলে বিষয়গুলি আমার কাছে আরও একটু সহজ হত…’ ছোট্ট ধীরকে বড় করা নিয়ে আবেগঘন ঋদ্ধিমা