সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলে আজকাল কাজ পাওয়াই মুশকিল হয়ে যায়! সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি 'স্ট্রেট আপ উইথ শ্রী' পডকাস্টে এসে সোজা সাপটা অনেক কথা-ই প্রকাশ্যে বলেছেন অপরাজিতা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?
ইনস্টাগ্রামে উঠে আসা 'স্ট্রেট আপ উইথ শ্রী' শোয়ের প্রমোতে অপরাজিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি কী, তোমার তো জানার কথা নয়। আমার অভিনয়টা দর্শকরা দেখলেই হবে, আমার নাচটা দর্শকরা দেখলেই হবে, যেটা দর্শকদের জন্য আমি তৈরি করেছি। আমাদের এখানে অনেক বড় অভিনেতারা রয়েছেন, যাঁদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই। কোনও একটা বড় কোলাবরেশন হবে বা বড় বিজ্ঞাপন হবে ওঁরা বলবে নাহ, ওনার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, ওনাকে বাদ দাও। বলেই দেবে ওটা তো হবে না।’
অপরাজিতা মুম্বইয়ের কাজ নিয়ে বলেন, ‘এমনকি বোম্বে থেকে যত কাস্ট করবে, আগে দেখবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা। আমি যদি রেফার করি, আমার বদলে ওকে নাও, বলবে, নাহ দিদি ইনস্টাগ্রামে তো ওনার অ্যাকান্ট নেই। আর এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের চোটে কী হয়েছে, এটা তো রেগুলার একটা ফিড করানোর বিষয়, ছবি তোলো রে, রিল বানাও রে, ভিডিয়ো করো রে, ওমুক করো রে…। আজকে আর্টিস্টের সম্মানটা ধুলোয় মিশেছে এই সোশ্যাল মিডিয়ার জন্য।’