‘সোহাগ চাঁদ’ ধারাবাহিকে সোহাগ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। এরপর টানা ৮ মাস ছিলেন বাড়িতে বসে। মূলত অতিরিক্ত ওজনের জন্যই নাকি তিনি কাজ পাচ্ছিলেন না। তবে এবার খোদ বলিউড থেকে ডাক এলো তাঁর জন্য।
জানা গিয়েছে, অভিনেতা নির্বাচক মুকেশ ছাবরার দল নাকি কার্তিক আরিয়ানের আগামী ছবির জন্য পরীক্ষা দিতে ডেকেছিলেন অভিনেত্রীকে। এক গুরুত্বপূর্ণ বাঙালি চরিত্রের জন্য অডিশন দিতে গিয়েছিলেন তিনি। তবে আদৌ সেই চরিত্রে তিনি অভিনয় করবেন কিনা তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
তবে শুধু বলিউড থেকে ডাক পেয়েছেন তা নয়, খুব সম্প্রতি স্টার জলসা থেকেও ডাক পেয়েছেন অভিনেত্রী। সুশান্ত দাসের টেন্ট প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে নাকি দেখা যাবে অভিনেত্রীকে। যদিও মুখ্য চরিত্র নয় তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই অভিনয় করতে ইচ্ছুক হয়েছেন নায়িকা।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২২ জুলাই থেকে এই ধারাবাহিকের কাজ শুরু হবে। নায়কের চরিত্রে দেখা যাবে ‘ইন্দ্রানী’ খ্যাত রাহুল গঙ্গোপাধ্যায়কে। নায়িকা হিসেবে দেখা যাবে নবাগতা পূর্ণাকে। ধারাবাহিকের পাশাপাশি অলকানন্দা গুহ প্রযোজনায় একটি মিনি সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
মনোজিৎ পরিচালিত ভৌতিক এই ছবিতে অলকানন্দার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অন্বেষাকে। সব মিলিয়ে আট বছর পর ফের কেরিয়ারে ধীরে ধীরে সাফল্য দেখতে পাচ্ছেন অন্বেষা। তবে কার্তিকের ছবিতে যদি তিনি অভিনয় করেন তাহলে নিঃসন্দেহে সেটি অন্বেষার কেরিয়ারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হবে।