Anushka Sharma and Virat Kohli: দেখতে দেখতে কেটে গেল ৭টা বছর। একসঙ্গে যে পথ চলা শুরু হয়েছিল, তার এখন অনেকটাই বাকি। অনুষ্কা এবং বিরাটকে দেখলে যেন মনে হয় ‘মেড ফর ইচ আদার’। তবে শুধু মানসিকতার দিক থেকে নয়, ফ্যাশনের দিক থেকেও কিন্তু এই জুটিকে সবার আগেই রাখতে হয়।