
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘অনুরাগের ছোঁয়া’ এখন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আর এই সিরিয়াল দর্শকদের ঠিক কতটা প্রিয় সেটা বলার অপেক্ষা রাখে না আর, নইলে একটানা এতদিন কেউ টিআরপি তালিকায় সেরা জায়গা ধরে রাখে! আর এ হেন সিরিয়ালে খলনায়িকার চরিত্রে রয়েছেন মিশকা সেন ওরফে অহনা দত্ত। সূর্য দীপার জীবনে আগুন ধরাতে তিনি সিদ্ধহস্ত। এদিন তিনি অন্যান্য তারকাদের মতো স্বাধীনতা দিবসের আমেজে সামিল হতে হয়ে হলেন চরম ট্রোলড।
আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিন কোটি কোটি ভারতীয়র মতো তিনিও পতাকা হাতে স্বাধীনতা দিবস উদযাপন করেন। প্রেমিকের পাশে দাঁড়িয়ে পতাকা হাতে ছবি তুলে সেটাই পোস্ট করেন তিনি।
একটি সাদা হট প্যান্ট এবং বয়ফ্রেন্ড টিশার্ট পরে একটি ঝর্নার সামনে দাঁড়িয়ে এই ছবিটি তুলেছেন। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'ও দেশ মেরে।' আর সেই ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন সকলে।
ওয়েস্টার্ন পোশাক তাও আবার এত ছোট পোশাক পরে স্বাধীনতা দিবসের উদযাপনে সামিল হওয়ার জন্য তাঁকে ট্রোলড হতে হয় ভীষণ ভাবে।
কমেন্ট বক্সে তাঁকে রীতিমত তুলোধনা করল নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'পতাকা নিয়ে ড্রেসটা একটু ভালো পরতে পারতে।' আরেকজন লেখেন, 'এই পোশাক পরে কেউ পতাকা ধরে, ছিঃ!' কেউ কেউ তাঁর অভিরুচি নিয়েও প্রশ্ন তোলেন। অনেকেই আবার রেগে যাওয়া লাল ইমোজি পোস্ট করেন তাঁর এই ছবিতে।
যদিও অনেকেই আবার তাঁর পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা দিবসের। প্রসঙ্গত আজ অহনার প্রেমিকের জন্মদিন। তাঁর সঙ্গে একটি মাখো মাখো ছবি পোস্ট করে তাঁকে এদিন শুভেচ্ছা জানান অহনা। লেখেন, 'শুভ জন্মদিন ডি আমার পাগলামি, আমার শিশুসুলভ ভাবগুলোর সঙ্গে মানিয়ে নিতে নিজে শিশু হয়ে যাওয়ার জন্য অনেক ভালোবাসা। যেমন আছো তেমনই থেকো কারণ এরকম আর কিছু এই মহাকাশে নেই যা আমার কাছে আছে'।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports