বাংলা নিউজ > বায়োস্কোপ > Annu Kapoor: মুম্বই উড়ে আসার পরিকল্পনা, শীঘ্রই ফের কাজ শুরু করবেন অন্নু, জানালেন ম্যানেজার
পরবর্তী খবর
Annu Kapoor: মুম্বই উড়ে আসার পরিকল্পনা, শীঘ্রই ফের কাজ শুরু করবেন অন্নু, জানালেন ম্যানেজার
1 মিনিটে পড়ুন Updated: 02 Feb 2023, 09:34 AM ISTPriyanka Bose
Annu Kapoor health update: অন্নু কাপুরের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসার পর দুদিন বিশ্রাম দেওয়া হয়েছ তাঁকে। এখন দিল্লি থেকে মুম্বইতে ফিরে আসার পরিকল্পনা করছেন অভিনেতা, জানিয়েছেন তাঁক ম্যানেজার।
মুম্বইয়ে উড়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অন্নু কাপুর
ভালো আছেন অন্নু কাপুর। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ভর্তি হয়েছিলেন। গত রবিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অভিনেতা। মুম্বইয়ের বাড়িতে উড়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন অভিনেতা।
অন্নু কাপুরের ম্যানেজার সম্প্রতি জানিয়েছেন, বুকে অস্বস্তি অনুভব করার কথা বলার পরই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অন্নু কাপুরকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
জানা গিয়েছে, বুকে অস্বস্তির কথা বলছিলেন অন্নু। ২৬ জানুয়ারি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল ভর্তি করানো হয়েছিল তাঁকে। ভর্তি হওয়ার পর চার দিন হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণের মধ্যে ছিলেন তিনি। গত ২৯ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ডাঃ জে পি এস সাহনি, ডাঃ রজনীশ জৈন, ডাঃ রাজীব পাসি, ডাঃ বিএস বিবেক এবং ডাঃ সুশান্ত ওয়াট্টালের কার্ডিওলজি দলের অধীনে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।