আরজি কর নিয়ে যৌন হেনস্থার ঘটনায় উত্তাল দেশ। এরই মাঝে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হেমা কমিটির রিপোর্ট সামনে এসেছে। সেখানেও সেই মহিলাদের উপর নির্যাতন নিয়ে অসংখ্য অভিযোগ। একইভাবে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন একাধিক অভিনেত্রী। এসব নিয়ে যখন চর্চা হচ্ছে, তখন স্কুলজীবনে ঘটে যাওয়া যৌন হয়রানি নিয়ে মুখ খুলেছেন হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসানন্দানি।
ঠিক কী ঘটেছিল অনিতার সঙ্গে?
হাউটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাত্কারে, অনিতা হাসানন্দানি বলেন তিনি যখন স্কুলে পড়তেন তখনই তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয়। অভিনেত্রী বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম, মা আমাদের রিকশায় যাওয়ার জন্য ১০ টাকা করে দিতেন। তবে ফেরার সময় আমরা পায়ে হেঁটেই ফিরতাম। কারণ, আমরা ক্যান্টিনে সামোসা (সিঙাড়া) বা অন্য কিছু খাওয়ার জন্য টাকা জমাতাম। আমরা যখন পায়ে হেঁটে আসতাম, তখন একজন রিকশাচালক ছিল সেখানে দাঁড়িয়ে থাকতেন প্যান্ট খুলে। আর বিরক্তিকর ভঙ্গিতে তিনি আমাদের দিকে তাকিয়ে নিজেকে স্পর্শ করতে শুরু করতেন। এটা একাধিকবার ঘটেছে।’
অনিতা আরও বলেন, ‘এই ঘটনা আমার মনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। আতঙ্কে থাকতাম। তিনি আমাদের ফেরার পথ জানতেন। তাই স্কুলের আশেপাশে ওই লোকটির রিকশা দেখলেই ভয় পেতাম।’ অনিতা হাসানন্দানি জানিয়েছেন, এই ঘটনা যখন তাঁর সঙ্গে ঘটেছিল, তখন তাঁর বয়স ৯-১০ বছর। তিনি গার্লস স্কুলে পড়াশোনা করেছেন বলে জানিয়েছেন অনিতা।
প্রসঙ্গত, 'কভি সওতান, কভি সহেলি', ‘ইয়ে হ্যায় মহব্বতে’ সহ বহু জনপ্রিয় ধারাবাহিকের মুখ ছিলেন অনিতা। তবে মাঝে মা হওয়ার পর ৫ বছর কাজের দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন। খুব শীঘ্রই সুমন ইন্দোরি শো দিয়ে টিভিতে কামব্যাক করেছেন এই অনিতা হাসানন্দানি।