
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। কপ ইউনিভার্সের সেই ছবিতেই প্রবীর রায় চৌধুরীর সঙ্গে ফিরছেন 'ভিঞ্চি দা'র ডিসিবি পোদ্দার, অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে সিরিয়াল কিলিং, পুলিশি তদন্ত ছাড়াও দেখানো হবে পুলিশ অফিসার অনির্বাণের সঙ্গে জয়া আহসানের প্রেম, তাঁদের সুন্দর একটা রসায়নও রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের ‘রসায়ন’ নিয়েও মুখ খুলেছেন জয়া ও অনির্বাণ।
ইতিমধ্যেই ‘দশম অবতার’-এর ট্রেলারে উঠে আসা জয়া-অনির্বণের চুমুর দৃশ্য ভাইরাল। সেপ্রসঙ্গেই ‘সংবাদ প্রতিদিন’কে দেওয়া সাক্ষাৎকারে চুমুর দৃশ্যের টেক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এক্ষেত্রে জয়া ও অনির্বাণ দুজনেই বলেন, ‘চুমু এক টেকেই ওকে’।
তবে এই প্রথম নয় এর আগে ‘ইগলের চোখ’ এবং পাঁচফোড়ন-এর 'গোপনে প্রেম ছাড়ান' গল্পে জয়া-অনির্বাণের রসায়ন দেখেছেন সিনেমাপ্রেমীরা। সত্যিই কি গোপনে প্রেম ছাড়ানো যায়? একথায় অনির্বাণ মজা করে বলেন, 'গোপনে একটা প্রেম হয়ত ছাড়ানো যায়, তবে যেহেতু পুরোটাই গোপনে, তাই আরও একটা প্রেম হয়ে যেতে পারে'।
আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
আরও পড়ুন-যিশুর সঙ্গে মনোমালিন্য, শুভশ্রীর বদলে কেন জয়া? মুখ খুললেন সৃজিত
এদিকে ছবি মুক্তির আগেই পড়ছে অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিন, আর সেটা ৭ অক্টোবর শনিবার। অনির্বাণের জন্মদিন উপহার দিতে হলে কী দেবেন? সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখিও হতে হয় জয়াকে। অভিনেত্রী বলেন, ‘জড়িয়ে ধরে আরেকটা চুমু খেয়ে নেব। আর কী দিয়ে মানুষকে খুশি করা যায়…মানে! মন থেকেই খাব, দেখানোর জন্য নয় কিন্তু।’
অনির্বাণ প্রসঙ্গে জয়া বলেন, তাঁর মনে হয়েছে অনির্বাণ নাকি কাজের ক্ষেত্রে মাঝে মধ্যে ভীষণ প্রেশার নেন। জয়ার কথায়, তাঁর যদি উপায় থাকত, তিনি অনির্বাণের হাত ধরে টেনে বের করে আনতেন, বলতেন, ‘অত ভেব না’। জয়ার মতে অনির্বাণ এমন একজন মানুষ যাঁর জীবন সম্পর্কে একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং আছে। অনির্বাণ জীবনকে অন্য চোখে দেখেন।
অন্যদিকে জয়া সম্পর্কে অনির্বাণ বলেন, তিনি জয়ার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, তাই কাজের বাইরেও আড্ডা দিয়েছেন। এজন্য জয়া সম্পর্কে তাঁর অবজারভেশন, এত আপনজনের মতো করে কথা অনির্বাণের সঙ্গে নাকি আর কেউ বলেননি। অনির্বাণের কথায়, ‘আবার কখনও মনে হয়েছে জয়ার সবকটা উত্তরের পিছনে রহস্য আছে। মনে হয়েছে এই রহস্যটার কী দরকার! যদিও সেটা আমি জয়াকে বলিনি, কারণ রহস্য না থাকলে মানুষ আর কী!’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports