1 মিনিটে পড়ুন Updated: 27 Nov 2023, 12:17 AM ISTSubhasmita Kanji
Fossils Show: ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল রূপম ইসলামের শো। নিক্কো পার্কে বসেছিল ফসিলসের জমাটি অনুষ্ঠান। সেখানেই টলিউডের একাধিক অভিনেতারা উপস্থিত ছিলেন।
ফসিলস ঝড়ের সাক্ষী রইলেন মধুমিতা-রাজদীপরা
এদিন ফসিলস ঝড়ে ভেসে গিয়েছে গোটা কলকাতা। ২৬ নভেম্বর শহরের বুকে নিক্কো পার্কে বসেছিল রূপম ইসলামের শোয়ের আসর। গোটা শহর সাক্ষী থাকল তিন ঘণ্টা ফসিলস ঝড়ের। এখানে রূপম ইসলাম এবং তাঁর ব্যান্ড মেম্বাররা একটার পর একটা জনপ্রিয় গান গান। সঙ্গে দেন বিশেষ বার্তাও। ফসিলসের শো দেখতে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা হাজির ছিলেন।
ফসিলসের শো দেখতে এসেছিলেন কারা?
নিক্কো পার্কে এদিন ভিড় জমেছিল দেখার মতো। কালো জামায় ভরে উঠেছিল অনুষ্ঠানের জায়গা। তার মধ্যেই নজর কাড়লেন টলিউডের অভিনেতা, অভিনেত্রীরা। প্রথম সারিতে দাঁড়িয়ে তাঁরা উপভোগ করেন রূপম ইসলামের গান। এদিন হাজির ছিলেন গাঁটছড়া ধারাবাহিক খ্যাত রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়। তিনি যে রূপম ইসলামের ভক্ত সেট সকলেই জানেন। মাঝে মধ্যেই তাঁকে ফসিলসের শোতে দেখা যায়। এছাড়া তাঁর সঙ্গে গাঁটছড়া ধারাবাহিকের একাধিক অভিনেতারা ছিলেন। আয়ুষ্মান, ওরফে আর্য দাশগুপ্তকে উপভোগ করতে দেখা যায় ফসিলসের শো। এছাড়া কালো পোশাক পরে এসেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকারও। ড্রিঙ্কস খেতে খেতেই এনজয় করেন গান। তাঁদের হেড ব্যাংও করতে দেখা যায় এদিন।