1 মিনিটে পড়ুন Updated: 14 Jun 2024, 06:59 AM ISTTulika Samadder
ত্রিপ্তি দিমরি ইতালিতে গ্রীষ্মকালীন ভ্রমণে এসেছেন, উপকূলীয় প্রাকৃতিক দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। তিনি তার ভক্তদের একটি ভিজ্যুয়াল অ্যালবাম উপহার দিয়েছিলেন।
Tripti is enjoying the Italian delights of food, culture and nature.
সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র সিনেমা অ্যানিম্যাল-এর ভাবি ২-কে মনে আছে তো? ছবি ৫০০ কোটির ব্যবসা করার পর, সাফল্যের সপ্তম স্বর্গে রয়েছেন তিনি। কদিন আগেই কিনেছিলেন বিলাসবহুল বাড়ি, আর অখন গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন সুদূর ইতালিতে। দক্ষিণ ইতালির ক্লিফসাইড শহর পসিতানোতে রয়েছেন তিনি।
পসিতানোকে উল্লম্ব শহরও বলা হয়, পাহাড়ের গায়ে রঙিন বাড়িগুলি এর সৌন্দর্য অনেকগুন বাড়িয়ে দেয়। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং একটি রিল শেয়ার করেছেন।
বুলবুল অভিনেতা তাঁর ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় নিয়ে সময় কাটাচ্ছেন প্রকৃতিক কোলে। তাঁর ছবিতে দেখা গেল চোখ ধাঁধানো কিছু ফুল, পসিটানোর চমত্কার ক্লিফ এবং উপকূল। সঙ্গে সেখানকার জিভে জল আনা খাবারও। তালিকায় রয়েছে সুস্বাদু পাস্তা, তাজা ফল। আর খাবার টেবিলের সঙ্গে যে দুর্দান্ত ভিউ ছিল, তা তো কিছুতেই মিস করা যাবে না।