মঙ্গলবার সকাল থেকেই বেশ উত্তেজনা সকলের মনে! আর হবে না-ই বা কেন, গত কয়েকমাসের ভোটযুদ্ধের ফলাফল আজ। পছন্দের প্রার্থী জিতল না হারল, পছন্দের দল কটা আসন পেল জানতে উৎসুক আমজনতার মন। এরই মাঝে বেশ মজার ভিডিয়ো শেয়ার করল, গায়ক অনীক ধর।
১০ সেপ্টেম্বর দ্বিতীয় বার বাবা হয়েছেন অনীক। ২০১৮ সালে জন্ম হয় তাঁর মেয়ে আদ্যার। আর ২০২৩-এর সেপ্টেম্বরে জন্ম আদবানের। এখন সে মাত্র সাড়ে ৮ মাসের। অনীকের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল গুটি গুটি পায়ে হাঁটছে। তবে ভরসা তার ওয়াকার। ঘরে টিভি চলছে। ভোটের ফলাফলে চোখ রেখেছেন অনীক। তারই মাঝে ছোট্ট একটা খেলা আদবানের সঙ্গে।
আরও পড়ুন: মেয়ের জন্মে আনন্দে বরুণ, শুভেচ্ছা প্রিয়াঙ্কা-করণের! প্রথম সন্তানের নাম কী রাখলেন
দুটো ছোট্ট চিট নিয়েছেন। একটিতে এঁকেছেন ঘাস ফুল অন্যটিতে পদ্ম ফুল। এবার তা ভাজ করে ফেলে দিলেন ছেলের সামনে। ওমা আদবান যেই চিটটা তুলল, তাতে আঁকা ঘাসফুল। অর্থাৎ রাজ্যে তৃণমূল কংগ্রেস জিতবে, ভবিষ্যৎবাণী খুদের। যা দেখে দিদির জয়জয়কার করে উঠলেন অনীক। এর আগেও একাধিকবার তাঁকে মঞ্চ ভাগ করে নিতে দেখা গিয়েছে অনীককে। সরাসরি তৃণমূলে যোগ না দিলেও, দিদির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই গায়ক।
অনীক অবশ্য আগেই স্পষ্ট করে দিলেন, এই ভিডিয়ো শুধুই মজার ছলে বানানো। এটিকে গুরুত্ব দিয়ে আবার কেউ যেন ঝগড়া করতে না চলে আসে!
আরও পড়ুন: প্রথম বিয়েতে মেলেনি সুখ! দ্বিতীয় স্ত্রী দেবলীনাকে কীভাবে প্রপোজ করেন গৌরব
আপাতত প্রাথমিক হিসেব অনুসারে, বাংলাতে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল। ৩১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে মাত্র ১০টি আসনে। বামেরা এখন শূন্যতেই আটকে। আর কংগ্রেস এগিয়ে ১টিতে।
আরও পড়ুন: হার্দিক-নাতাশার ডিভোর্সে তাঁরই হাত? চাঁচাছোলা জবাব দিশার ‘প্রেমিক’ আলেকজান্ডারের
তৃণমূল এবারের ভোটেও জোর দিয়েছিল তারকা প্রার্থীদের উপরে। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে সায়নী, হুগলী থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর থেকে জুন মালিয়াকে দাঁড় করানো হয়। আর প্রতিটা আসনেই, তৃণমূলকে ধরাছোঁয়া দায়। যদিও সবটা পরিষ্কার হবে বেলা যত বাড়বে ততই। তবে তৃণমূল সমর্থদের সবুজ আবির ইতিমধ্যেই রাঙাতে শুরু করে দিয়েছে তিলোত্তমার রাস্তাঘাট। একাধিক জায়গায় প্রস্তুতি নেওয়া চলছে বিজয় উৎসবের।