একজন এক্স ব্যবহারকারী পান্ডের ছোট বোন রাইসা পান্ডের লিঙ্কডইন পেজের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন! তাঁর ক্যাপশনের লেখা থেকে তুলোধনা করল নেটিজেনরাই।
অনন্যার বোন রাইসার CV ভাইরাল! তাঁর কাজের অভিজ্ঞতা দেখে হুলুস্থুল নেটপাড়ায়
অনন্যা পান্ডের বোন রাইসা পান্ডে ২০২২ সালে তাঁদের মা ভাবনা পান্ডের রিয়েলিটি শো ‘দ্য ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' -এর দ্বিতীয় সিজনে উপস্থিত হয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এনওয়াইইউ টিশ স্কুল অফ আর্টসে চলচ্চিত্র নির্মাণের একটি কোর্স করেছেন। বর্তমানে তাঁর লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে তাঁর সিভি ভাইরাল হয়েছে। আর এর নেপথ্যে রয়েছেন একজন এক্স ব্যবহারকারী।
রাইসার সিভি ভাইরাল সম্পর্কে
একজন এক্স ব্যবহারকারী তাঁর লিঙ্কডইন পেজ থেকে রাইসার সিভির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে শাহরুখ খান এবং গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (চার মাসের জন্য), ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট (এক মাস) এবং জোয়া আখতার এবং রিমা কাগতির টাইগার বেবি (এক মাস) তে ইন্টার্ন হিসাবে তাঁর কাজের অভিজ্ঞতার উল্লেখ রয়েছে। ওই ব্যক্তি রাইসার সিভি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আহা সেই পুরনো নেপোটিজম'।
রাইসা অভিনেতা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের ছোট মেয়ে। এর আগেও বলিউডের সঙ্গে সম্পৃক্ততার জন্য অনন্যা অনলাইনে নানা কটাক্ষের শিকার হয়েছিলেন। তাঁর মা ও শাহরুখ পত্নী গৌরীর ঘনিষ্ঠ বন্ধু বহু বছরের। অনন্যা ২০১৯ সালে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস প্রযোজিত পুনিত মালহোত্রার ক্যাম্পাস ক্যাপার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। অনন্যা গত বছর এক্সেল এন্টারটেইনমেন্ট এবং টাইগার বেবি উভয় প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করেছেন। অর্জুন বরণ সিংয়ের ‘খো গায়ে হাম কাহাঁত’ কাজ করেছেন অনন্যা।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে অনন্যা স্টার কিড ও নেপটিজম নিয়ে কথা বলেছিলেন। নায়িকার মতে, 'সকলে 'স্টার কিড' শব্দটা খারাপ শব্দে পরিণত করেছে, তবে আমি মনে করি না এরকমটা হওয়া উচিত বলে। যখন কেউ স্ক্রিনে কিছু দেখেন, তাঁরা মনে করেন, ওহ, এই অমুকের মেয়ে, এটা তমুকের ছেলে। এমন হওয়ার দরকার নেই, আমার মনে হয় এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই খারাপ। অনেক স্টার কিড আছেন যারা অসাধারণ কাজ করে সকলের মনজয় করে নিয়েছে, আবার এমনও অনেকে আছেন যারা সেভাবে কাজও পান না। তাই স্টার কিডদের সঙ্গে পক্ষপাতিত্ব করা হয় এই ধারণা খুব ভুল।'
তবে অনন্যার মতো রাইসাকে নিয়ে ট্রোল করা হয়নি। বরং এক্স ব্যবহারকারীরা রাইসার বিরুদ্ধে করা কটূক্তির যোগ্য জবাবা দিয়ে তাঁর হয়েই কথা বলেছেন। তাঁদের মধ্যে একজন মন্তব্য করেছেন, ‘আমি যদি স্টার কিড হতাম তবে আমি তখনও আমাকে দেওয়া সমস্ত ভালো সুযোগ গ্রহণ করতাম। ‘ আরেকজন লিখেছেন, ‘একেবারেই কিছু না করার থেকে এটা ভালো।’ অন্য একজন লেখেন, ‘তাহলে আপনি কি চান যে ওঁরা সুযোগ পেলে সেটা গ্রহণ করবে না?’ আরও এক এক্স ব্যবহারকারী লেখেন, 'আপনার বাবা-মা আপনাকে যদি সুযোগ দিতে পারেন, তবে আপনি এই সুযোগটি গ্রহণ করবেন না। সেটা আগে নিজে কথা দিন।