বাংলা নিউজ > বায়োস্কোপ > Alanna Panday Baby Moon: ইটালির মিলানে বেবিমুনে গিয়েছেন হবু মা আলানা, চার্চের সামনে দাঁড়িয়ে বরকে খেলেন চুমু
পরবর্তী খবর
ইটালির মিলানে বেবিমুন কাটাচ্ছেন অন্তঃসত্ত্বা জনপ্রিয় ইউটিউবার আলানা পাণ্ডে। সঙ্গে রয়েছেন তাঁর বর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আইভর ম্যাক্রো। সম্পর্কে অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন আলানা। অনন্যার কাকার মেয়ে তিনি। গত বছর ১৬ই মার্চ বিদেশি প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলানা। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন।
ইটালির মিলানে একটি চার্চের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করেছেন হবু বাবা-মা। অন্তঃসত্ত্বা আলানাকে কালো-সাদা প্রিন্টের বডিহাগিং পোশাকের সঙ্গে মোটা জ্যাকেট পরে দেখা মিলেছে ছবিতে। রোম্যান্সে মজে এই জুটি। আরও পড়ুন: প্রেমিকাকে জাপটে ধরে চুমু ঝরাতে পারে ক্যালোরি! ‘কিস’ নিয়ে রইল ১০ মজার তথ্য