১৮-র আগেই প্রেমে পড়েছিলেন টেলিভিশনের পরিচিত মুখ অনন্যা গুহ। ভালোবেসে মন দিয়েছিলেন তিনি দিদি অলোকানন্দার বন্ধু সুকান্ত কুণ্ডুকে। বছরের শুরুতেই দু'জনে সেরে ফেলেছেন আংটি বদল। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন তাঁরা। তার জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার মাঝেই হঠাৎ করে অনন্যার সঙ্গে দূরত্ব প্রেমিকের?
কী ভাবছেন তাঁদের সম্পর্কে কোনও চিড় ধরেছে? নানা তা একেবারেই নয়। বরং একদম উল্টোটা। তাঁদের মধ্যে ভালোবাসা এতটাই গাঢ় যে তাঁরা একে অপরকে ছেড়ে বেশিদিন থাকতেই পারেন না। তাই সুকান্তকে ট্রেনে তুলতে এসে কেঁদে ফেললেন অনন্যা। চোখের জলে বিদায় জানালেন তাঁকে। সুকান্তর ভ্লগে ফুটে উঠল সেই দৃশ্য।
আরও পড়ুন: ‘কেরিয়ার ত্যাগ’ বলার মাস ঘুরতে না ঘুরতেই ‘পাল্টি’! ফের কোন ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন মধুবনী?
কিন্তু অনন্যাকে একা রেখে হঠাৎ করে কোথায় চললেন সুকান্ত? ভ্লগে প্রথমেই দেখা যাই খুব তাড়াতাড়ি করে স্টেশনে ঢুকছে অনন্যা-সুকান্ত। কারণ ট্রেন ছাড়ার টাইম প্রায় হয়েই এসেছে। কিন্তু কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য স্টেশনে পৌঁছতে তাঁদের দেরি হয়ে গিয়েছে। তাই স্টেশনে ঢুকে নির্দিষ্ট প্লাটফর্মে গিয়ে নিজের কামড়া খুঁজতে থাকেন সুকান্ত। তখন তাঁদের চোখে মুখে লেগেছিল ব্যস্ততা ও উত্তেজনা।
অবশেষে সুকান্ত তাঁর কামড়া খুঁজে পান। তারপর নিজের সিটও পেয়ে যান। এরপর ট্রেন থেকে নেমে কিছুক্ষণ সঙ্গও দেন অনন্যাকে। তবে ট্রেন যদি ছেড়ে দেয় সেই ভয়ে অনন্যা জানতে চান সুকান্ত কেন নামলেন? সুকান্ত জানান তখনও ট্রেন ছাড়তে ৪ মিনিট বাকি। এরপর ফের ট্রেনে উঠে পড়েন সুকান্ত। ট্রেনের দরজার কাছেই দাঁড়িয়ে 'বাই' করেন অনন্যাকে। নায়িকাও হাত নাড়িয়ে 'বাই' করেন। কিন্তু তখন তাঁর চোখে মুখে লেগেছিল একরাশ দুঃখ। কিছুক্ষণের মধ্যে সেই দুঃখের মেঘের ভার জমা না রাখতে পেরে জল হয়ে ফোঁটা ফোঁটা চোখের কোল বেয়ে গড়িয়ে পড়তে থাকে। নায়িকা কাঁদতে কাঁদতেই বিদায় জানান সুকান্তকে।
আরও পড়ুন: 'গভীর অবসাদে ছিলাম, আয়নাতে নিজের মুখ দেখতে পারিনি…', বডি সেমিং প্রসঙ্গে 'বাবুর মা' অরিজিতা
তখন সুকান্তকে বলতে শোনা যায়, ‘আবার কাঁদছে।’ তারপর ভালোবেসেই খানিক ধমকের সুরে সুকান্ত বলেন, ‘কাঁদে না।’ কিন্তু অনন্যার চোখের জল তখন বাঁধ মানছে না। তারপর সুকান্ত অনন্যাকে বাড়ি চলে যাওয়ারও কথা বলেন। আসলে সুকান্ত কলকাতার ছেলে নন। তাঁর আসল বাড়ি মালদায়। সেখানেই যাচ্ছিলেন তিনি। এরপর তিনি তাঁর বাড়িতে ঢোকার কিছু মুহূর্তও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ভিডিয়োটি পোস্ট করে সুকান্ত ক্যাপশনে লেখেন, ‘এরকম কান্নাকাটি করলে কীভাবে ছেড়ে আসা যায় বলুন তো? এদিকে মালদা এসে দেখি পুজোর জোগাড় শুরু! পুজোর আর ৭০ দিন বাকি তাই না?’ ভিডিয়োটি শেয়ার করে নায়িকাকে ট্যাগও করেন তিনি।