জামনগরে টানা তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠান হল অনন্ত-রাধিকার। দেশ বিদেশের নামী-দামি ব্যক্তিরা জড়ো হয়েছেন জামনগরে। অনুষ্ঠানের তৃতীয় দিনের অতিথি ছিলেন গায়ক একন। মঞ্চে তারকাখচিত পারফর্ম্যান্সে গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এ দিন মঞ্চে ছিলেন সলমন খানও। তাঁকে কোলে তোলার চেষ্টা করেন অনন্ত আম্বানি। এরপর অভিনেতা উদ্দাম নাচে মত্ত ছিলেন, আর অভিনেতার বডিগার্ড শেরা তাঁকে কোলে তুলে নাচতে শুরু করেন।
মঞ্চে নাচছেন সলমন খান
একনের লাইভ পারফর্ম্যান্স চলাকালীন দেখা যায়, সলমনকে স্টেজের মধ্যেই কোলে তোলার চেষ্টা করেন অনন্ত আম্বানি। এরপর অনন্ত ডাকেন শেরাকে। অভিনেতার খুব কাছের এবং বিশ্বস্ত বডিগার্ড শেরা মঞ্চে এসে সলমনকে কোলে তুলে নেন। সলমন উচ্চস্বরে উল্লাস করতে থাকেন। এই মুহূর্তটি একন তার ফোনে বন্দী করেছেন। সলমনকে শেরার কোলে হাত তুলে নাচতে দেখা যায়। আরও পড়ুন: জামনগরে দেখা মিলল 'অঞ্জলি-টিনা'র, রানির সঙ্গে ফ্য়ান গার্ল মোমেন্ট শেয়ার করলেন সারা
'ছাম্মাক ছাল্লো' পারফর্ম্যান্সের সময় একনকে শাহরুখ খান, কন্যা সুহানা খান, সলমন খান, এবং নববধূ রাধিকা মার্চেন্ট সহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে নাচতে দেখা গিয়েছে। শাহরুখের ছবি 'রা ওয়ান' থেকে ছম্মক ছলো গাইছিলেন মার্কিন হিপহপ গায়ক একন। তবে একটু অন্যভাবে। ঢোলের তালে ছম্মক ছলো গাইছিলেন তিনি।