অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তার আগে প্রাক বিবাহ সমস্ত আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সদ্যই ৪ জুলাই তাঁদের চোখ ধাঁধানো সঙ্গীত অনুষ্ঠান সম্পন্ন হল। এবার পালা গায়ে হলুদের। ৮ জুলাই সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই উপলক্ষেই একে একে সমস্ত অতিথিরা আসতে শুরু করেছেন। আলোয় আলোয় সেজে উঠেছে আম্বানিদের অ্যান্টিলিয়া।
গ্রহ শান্তি এবং মণ্ডপ মহরত পুজোর পর এই গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে আম্বানিদের বাড়ির একাধিক ছবি ভিডিয়ো। সেখানেই দেখা যাচ্ছে আলোর মালায় সেজে উঠেছে অ্যান্টিলিয়া। শুধু কী আলো, আরও নানা ধরনের জিনিস দিয়ে অপরূপ সুন্দর ভাবে সাজানো হয়েছে এই বাড়িটিকে।
আরও পড়ুন: বিবাহিত জেনেও হীরের আংটি দিয়ে সৌরভকে প্রোপোজ ভক্তের! 'দাদা'র জন্মদিনে অজানা কথা ফাঁস করলেন অভিজিৎ
টিনা আম্বানি এবং তাঁর বউমা কৃষ্ণা শাহ হলুদ রঙের পোশাক পরে এই অনুষ্ঠানে এসেছেন। শ্লোকা মেহতার মা পরেছেন মাল্টি কালারের পোশাক। অনিল আম্বানিকেও হলুদ পায়জামা, পঞ্জাবি পরে আসতে দেখা গিয়েছে এদিন। রাধিকার দিদিকে মাল্টি কালারের লেহেঙ্গা পরে আসতে দেখা যায় এদিনের অনুষ্ঠানে।
অন্যদিকে আকাশ আম্বানি পরেছিলেন লাল পঞ্জাবি এবং সাদা পায়জামা। মুকেশ আম্বানির পরনে বেইজ রঙের পঞ্জাবি, পায়জামা এবং কোট দেখা গিয়েছে। তবে সবার থেকে বেশি নজর কাড়লেন নীতা আম্বানি। একটি সোনালি রঙের অ্যান্টিক চুড়িদারে তিনি যেন সকলকে ছাপিয়ে গিয়েছেন এদিন। সঙ্গে পরেছিলেন ম্যাচিং কানের, টিকলি।