অবশেষে শুক্রবার চার হাত এক হল অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের। গুজরাটি রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
অনন্ত-রাধিকার বরমালা।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এখন বিবাহিত! কয়েক মাস ধরে চলা প্রাক-বিবাহ উৎসবের পরে, এই দম্পতি মুম্বইতে শুক্রবার ১২ জুলাই বাঁধা পড়লেন। বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, হলিউড তারকাদের নিয়ে শুক্রবার বিকেলের পর থেকেই জমে উঠেছিল আসর।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে বিয়ের পরে প্রকাশিত প্রথম ভিজ্যুয়ালগুলিতে দেখা গিয়েছে এক গাল হাসি নিয়ে। তাঁদের বরমালা-র ছবি-ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
বরমালার সময় দম্পতিকে ঘিরে রেখেছিলেন পরিবার ও বন্ধুরা। আর পাঁচটা বিয়ের মতোই হাসিঠাট্টার সঙ্গে একে-অপরের গলায় মালা পরিয়ে দেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বরমালা অনুষ্ঠানের সময় দেখা যাচ্ছে বরের বোন ইশা আম্বানি পিরামল এবং কনের বোন অঞ্জলি মার্চেন্ট মাজিথিয়াকে।
বরমালার পরে একটি ‘পোনখনু’ অনুষ্ঠান হয়েছিল যেখানে কনের মা বরকে মণ্ডপে স্বাগত জানান। ভিডিয়োতে অনন্ত আম্বানিকে স্বাগত জানাতে দেখা যাচ্ছে রাধিকা মার্চেন্টের মা শায়লা মার্চেন্টকে। এই নিয়মে শাশুড়িরা নাক ধরে টানে তাঁদের জামাইরাজার। ভিডিয়োতে স্পষ্ট বরের বাড়ির লোকেরা নাক চেপে রেখেছে অনন্তের।