ধ্রুপদী সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলি খানের জন্ম হয় এক স্বনামধন্য সঙ্গীতজ্ঞ পরিবারে। যাঁর জন্মসূত্রে নাম ছিল মাসুম আলি খান। গোয়ালিয়র রাজসভার সভাগায়ক হাফিজ আলি খান ও রাহাৎ জাহানের ছয় সন্তানের কনিষ্ঠ সন্তান হলেন মাসুম। পরে এক সাধু তাঁর নাম পরিবর্তন করে আমজাদ রাখেন। সম্প্রতি, হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন আমজাদ আলি খান।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আমজাদ আলি খান বলেন, তিনি যখনই বিদেশে অনুষ্ঠান করতে যান, তখন তিনি 'আস-সালামু আলাইকুম' বা 'আদাব' বলেন না। বলেন 'নমস্তে' (নমস্কার), কারণ তাঁর পরিচয় আসলে একজন ভারতীয়। সাক্ষাৎকারে বর্তমান সময়ের প্রেক্ষিতে তাঁর কথায় উঠে আসে হিন্দু-মুসলিম প্রসঙ্গ। বলেন, এখন যা চলছে তা বন্ধ হওয়া দরকার।' বলেন,'এই দেশের নাগরিকরা জাতি-ধর্ম নির্বিশেষে আদপে একজন ভারতীয়'।
আরও পড়ুন-'ম্যাকবেথ'-এর ছাঁচে নারীকেন্দ্রীক ছবি, 'মায়া' মিথিলার অঙ্গুলি হেলনে গল্পের পথ চলা
আরও পড়ুন-লন্ডন কনসার্টে গিয়ে বেসুরো বাজিয়েছিলেন দুই ছেলে, আঘাত পেয়ে জ্বর এসে যায় ওস্তাদ আমজাদ আলি খানের