শীতের সকালে দিদি শাহিনের সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ছবিতে ধরা পড়েছে দুই বোনের আদুরে খুনসুটিতে ভরা মুহূর্ত। শাহিনকে আলিয়ার কোলে ঘুমোতে দেখা যাচ্ছে, আর আলিয়া শাহিনের কাঁধে মাথা রেখেছিলেন।
পোস্টের ক্য়াপশনে আলিয়া লিখেছেন, ‘আমরা চুপচাপ ঘুমিয়ে আছি। শাহিনের সঙ্গে একসঙ্গে’। দুই বোনের আদুরে এই পোস্টে প্রচুর ভালোবাসা কুড়োচ্ছে নেটিজেনদের কাছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর’। অন্য একজন লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’ আরও পড়ুন: চারদিকে তুষার-ঢাকা পাহাড়, হাড়হিম ঠান্ডায় আউটডোর পুলে সাঁতার কাটছেন সুস্মিতা, চমকে যাওয়া ভিডিয়ো
দেখুন আলিয়ার পোস্ট-