বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt Birthday: আলিয়ার জন্মদিনে কাকে চুমু খেলেন রণবীর! পার্টিতে নিমন্ত্রিত ছিল আম্বানি পরিবার
পরবর্তী খবর
Alia Bhatt Birthday: আলিয়ার জন্মদিনে কাকে চুমু খেলেন রণবীর! পার্টিতে নিমন্ত্রিত ছিল আম্বানি পরিবার
1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2024, 12:39 PM ISTAnulekha Kar
Alia Bhatt's Birthday: জন্মদিনের আগেই বন্ধুমহল ও পরিবারকে নিয়ে বিশেষ উদযাপন! কেমন কাটল আলিয়ার বার্থ ডে পার্টি?
Ad
৩১-এ পা আলিয়ার! ধরা পড়ল বিশেষ মুহূর্তের ছবি
শুক্রবার ৩১ বছরে পা দিলেন আলিয়া ভাট। এই বিশেষ দিন উদযাপনের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন অভিনেত্রী। পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে আলিয়ার একগুচ্ছ ছবি ধরা পড়ল পাপারাজ্জিদের ক্যামেরায়।
জন্মদিনের জন্য আলিয়া বেছে নেন ব্লিঙ্গি করসেট ও নীল প্যান্ট। গ্ল্যামারাস লুকে সকলের নজর কাড়েন নায়িকা। আলিয়ার টোল পড়া গালের মিষ্টি হাসি ঝড় তুলে দিয়েছে অনুরাগীদের মনে। বন্ধু-বান্ধব ও পরিবারকে নিয়ে মুম্বইয়ের তাজ প্ল্যালেসেই পার্টি করেন সদ্য ৩১-এ পা দেওয়া নায়িকা।
আলিয়ার সঙ্গে ছিলেন রণবীরও। কালো পোশাকে সেজেছিলেন আলিয়ার বর। বউমার বিশেষ দিনে উপস্থিত ছিলেন শাশুড়ি নীতু কাপুরও। এছাড়াও দেখা গিয়েছে মা সোনি রাজদান, বোন শাহিন ভাট এবং বন্ধু ইশা আম্বানি, আনন্দ পিরামল এবং আকাশ আম্বানিকে। স্ত্রীয়ের জন্মদিনে বেশ খোশমোজাজেই দেখা গেল রণবীরকে। পার্টি শেষে শালি শাহিন ও জাহ্নবী ধাওয়ানের কপালে চুমু খেতে দেখা যায় তাঁকে।
গত বছর জন্মদিনে আলিয়া ভাট ছিলেন লন্ডনে । তবে বিদেশে একা জন্মদিন কাটাতে হয়নি তাঁকে। এই বিশেষ দিনে স্ত্রীয়ের পাশে ছিলেন রণবীরও। নিজের ইনস্টাগ্রাম থেকে সেইসব মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছিলেন নায়িকা। গত বছরের জন্মদিনে গোলাপি কার্ডিগানে একবারে অপরূপা সাজে ধরা দিয়েছিন আলিয়া। চকোলেট কেকর উপরে মোমবাতি নেভানোর এক ভিডিয়ো সাড়া ফেলে দিয়েছিল নেটমাধ্যমে।
‘রকি অউর রানি কি প্রম কাহানি’ ছবিতে রণবীরের সঙ্গে শেষ দেখা গিয়েছে আলিয়াকে। শুধু বলিউডে নয় সুদূর হলিউডেও নিজের অভিনয়ের দক্ষতা ছড়িয়েছেন আলিয়া। গ্যাল গ্যাডট অভিনীত হার্ট অব স্টোন চলচ্চিত্রের মাধ্যমে হলিউডে অভিষেক হয় তাঁর।