Alanna Panday House Tour: সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল অলানা পাণ্ডে। মুম্বইয়ে বিশাল বাড়িতে একান্নবর্তী পরিবারের সঙ্গে গত ১৭ থেকে ২০ বছর ধরে এই বাড়িতে থাকেন অলানা। ঘুরিয়ে দেখালেন অন্দরমহল-
অলানার মুম্বইয়ে মর্ডান পারিবারিক বাড়ির ছবি
কিছু দিন আগেই দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন অলানা পাণ্ডে। গত ১৬ মার্চ মুম্বইতে বিদেশি পাত্র আইভর ম্যাকক্রের সঙ্গে দেশি স্টাইলে গাঁটছড়া বেঁধেছেন অলানা। সদ্য নিজের ইউটিউব চ্যানেলে তাঁর মুম্বইয়ের বাড়ির অন্দর ঘুরিয়ে দেখালেন অলানা। যেখানে তাঁর প্রাক বিয়ের বেশ কিছু রীতিও পালন করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং মডেল অলানা নিখুঁতভাবে ডিজাইন করা তাঁর পারিবারিক বাড়ির অন্দর ঘুরিয়ে দেখিয়েছেন নিজের মতো করে। মুম্বইয়ের ঘরের দরজা খুলে প্রবেশ করে অলানা জানিয়েছেন, প্রায় ১৭ থেকে ২০ বছর ধরে এই ঘরে পরিবারের সঙ্গে থাকেন তিনি। ওই একান্নবর্তী পরিবারের সদস্য চাঙ্কি পাণ্ডে তাঁর স্ত্রী ভাবনা এবং তাঁদের দুই মেয়ে অনন্যা এবং রাশা।
অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই চিক্কি পাণ্ডে এবং তাঁর স্ত্রী-ফিটনেস বিশেষজ্ঞ ডিন পান্ডের মেয়ে অলানা। বাড়িটি একটি বিশাল ডাইনিং টেবিল এবং এক ডজনেরও বেশি চেয়ার সহ একটি বড় উঠোন রয়েছে সামনে। স্বস্তিদায়ক পরিবেশ, প্রচুর পাত্র গাছপালা আছে বাড়ির বাগানে। সামনের উঠানেও নানা আসবাবপত্র রয়েছে সাজানো। অতিরিক্ত বড়, আরামদায়ক সোফা এবং বিভিন্ন আকারের প্রচুর গাছ-গাছালির পাশাপাশি বিভিন্ন টেক্সচার এবং রঙের বুদ্ধ মূর্তি সহ আশেপাশে প্রচুর উন্মুক্ত জায়গা রয়েছে।