শীঘ্রই ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা মিলবে বলিউডের খিলাড়ি কুমারের। ছবিতে বায়ুসেনার উইং কমান্ডার হিসেবে ফের একবার ইউনিফর্ম গায়ে অক্ষয়। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এই থ্রিলারটি অক্ষয়ের সঙ্গী বীর পাহাড়িয়া। জাহ্নবী কাপুরের হবু দেওর এই ছবির সঙ্গেই বলিউডে পা দিচ্ছেন। ছবির প্রচারে এইচটি সিটির সঙ্গে আড্ডা দিলেন অক্ষয় ও বীর। আরও পড়ুন-‘বসন্ত উৎসব বন্ধ করতে বাধ্য হচ্ছি’, লিলুয়াবাসীর হুজ্জুতি, চরম সিদ্ধান্ত ইমনের!
২০ জানুয়ারি এইচটি সিটির স্টারস ইন দ্য সিটির একটি সেশনে অক্ষয় শেয়ার করেন এই ছবির প্রেক্ষাপট। স্কাই ফোর্স বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। অক্ষয় বলেন, ‘১৯৬৫ সালের ঘটনা। আমাদের দুজনের চরিত্রই বাস্তব। বীর বায়ুসেনার এমন এক অফিসার (স্কোয়াড্রন লিডার আজ্জামাদা বি দেবাইয়া অনুপ্রাণিত চরিত্র) যে এক কথায় বিপ্লবী। যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন সকলকে বাঁচাতে ওহ সারগোধা পৌঁছে গিয়েছিল। যা আসলে পাকিস্তানের অংশ। তারপর সকলে ভেবে নিয়েছিল ওহ গদ্দার। ২৩ বছর ধরে কেউ জানত না, যে ওহ আসলে হিরো। আমি ছবিতে ওর সিনিয়রের ভূমিকায় রয়েছি। যে শপথ নেয়, সত্যিটা সামনে আনার। ছবিতে আমরা বলি, কখনও নিজের কারুর হাত ছেড়ো না। বাস্তব জীবনেও এটা আমাদের মেনে চলা উচিত’।
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ২৪ শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এই থ্রিলারটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুর। ছবিতে বীর পাহাড়িয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তাঁর চর্চিত প্রেমিকা সারা আলি খান। সারার চরিত্রের অনুপ্রেরণা মহাবীর চক্র প্রাপক, স্কোয়াড্রন লিডার আজ্জামাদা বি দেবাইয়ার স্ত্রী মিসেস সুন্দরী দেবাইয়া। ছবিতে নিমরত কৌর রয়েছেন অক্ষয়ের বিপরীতে।
আরও পড়ুন-'তেরা বাপ হিন্দুস্তান', পাকিস্তানের উপর ১ম এয়ারস্ট্রাইক! অক্ষয়ের সঙ্গী সারার ‘প্রেমিক’ বীর