বলিউডের মর্ডান ডে 'ভারত কুমার' বলা হয় তাঁকে। শুধু পর্দায় নয় বাস্তবে জীবনেও অক্ষয় কুমারের দেশভক্তিমূলক কাজকর্ম সবসময়ই দৃষ্টি আকর্ষন করে দেশবাসীর। কিন্তু নিন্দুকরা তাঁকে ‘কানাডা কুমার’ বলে ট্রোল করতে ছাড়ে না। বলতে ছাড়েন না, অক্ষয় কুমার ভারতীয় নন, কানাডিয়ান। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় ভোটদান (যেহেতু তিনি কানাডিয়ান) করেননি অক্ষয়, সেইসময় কটাক্ষের শিকার হয়েছিলেন তারকা। আক্কি জানিয়েছেন, একের পর এক ছবি ফ্লপ হওয়ার পরেই তিনি কানাডায় গিয়ে বসবাসের পরিকল্পনা করেছিলেন।
‘লল্লনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, ‘বেশ কয়েক বছর আগে আমার ছবি (বক্স অফিসে) চলছিল না। পরপর ১৪-১৫টা ছবি ফ্লপ করে। তখন মনে হয়েছিল আমার বলিউড ছেড়ে অন্যত্র গিয়ে নতুন পেশার খোঁজ করা উচিত’। এরপর কানাডায় বসবাসকারী অক্ষয়ের এক বন্ধু তাঁকে ব্যবসার প্রস্তাব দেন। অক্ষয় যোগ করেন,'প্রচুর মানুষ সে দেশে কাজের জন্য যায়। তারা কিন্তু ভারতীয়। আমি ভেবেছিলাম ভাগ্য যখন আমার সাথ দিচ্ছে না, তখন আমারও কিছু ভাবা উচিত। এরপর আমি কানাডার নাগরিকত্বের জন্য আবেদন জানাই, এবং পেয়েও যাই'।
কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যায়। বক্স অফিসে একটা ছবি চলতেই কানাডা যাওয়ার প্ল্যান বাতিল করে দেন অভিনেতা। তিনি জানান, ‘আমার একটা (কানাডার) পাসপোর্ট আছে। সেটা কী? একটা দেশ থেকে অপর দেশে যাওয়ার একটা প্রয়োজনীয় নথি। দেখুন, আমি কিন্তু ভারতীয়। আমি এদেশে আয়কর জমা দিই। আমার সেদেশে আয়কর জমা দেওয়ার অপশনও আছে, কিন্তু আমি নিজের দেশে ইনকাম ট্যাক্স জমা দিই। অনেকে অনেকে কথা বলে, আমি শুধু একটাই কথা বলব আমি ভারতীয়, ছিলাম, আছি আর ভবিষ্যতেও থাকব’। আরও পড়ুন-‘কানাডা কুমার’ বলে ডাকলে কেমন লাগে? কফি উইথ করণ-এ দেওয়া অক্ষয়ের জবাব অবাক করবে