বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে মাত্র ৪ দিনেই ৫০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে ‘জওয়ান’। গত বৃহস্পতিবার, জন্মাষ্টমীর দিন মুক্তি পেয়েছিল শাহরুখ খানের এই ছবি। রবিবার পর্যন্ত বিশ্ব বক্স অফিসে এই ছবির আয় দাঁড়িয়েছে ৫২০.৭৯ কোটি টাকা। শাহরুখ প্রমাণ করে দিয়েছেন বক্স অফিসের আল্টিমেট কিং খান তিনি! ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ ফের এবার হলমুখী করেছে দর্শকদের। দক্ষিণের চাপ কোণঠাসা বলিউডকে নতুন অক্সিজেন দিয়েছেন বাদশা। তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে, পিছিয়ে থাকলেন না বলিউডের খিলাড়ি কুমারও। আরও পড়ুন- ‘জওয়ান’-এ কৃষক আত্মহত্যার কথা! রাজনৈতিক তরজার মাঝেই জি ২০ সামিট নিয়ে মোদীকে অভিনন্দন শাহরুখের