একের পর এক ছবি ফ্লপ, তাই আপাতত অ্যাকশন ছেড়ে কমেডির দ্বারস্থ হয়েছেন বলিপাড়ার খিলাড়ি। জোর খবর, 'ভাগম ভাগ' ছবির সত্ত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, শীঘ্রই আসছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল-এর এই ছবির সিকুয়্যাল। অর্থাৎ ২০ বছর পর পর্দায় ফিরতে চলেছে 'ভাগাম ভাগ-২'।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল দমফাটা হাসির এই ছবিস, নাম ‘ভাগাম ভাগ’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা ও পরেশ রাওয়াল। ছিলেন রাজপাল যাদব, শক্তি কাপুর, জ্যাকি শ্রফের মতো তাবড় তাবড় অভিনেতারাও। আর সেই কমেডি ছবি বানানোর প্রস্তুতিই আবার শুরু হয়ে গিয়েছে। ছবির চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়ে গিয়েছে, এটা শেষ হলেই ‘ভাগাম ভাগ-২’ পরিচালক কে হবেন, তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে।
এর আগে 'ভাগাম ভাগ' ছবি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন, ইতিউতি ফিসফাস, সেই পরিচালকের হাতেই নাকি দেওয়া হতে পারে পার্ট-২ পরিচালনার ভার। কিছুদিন আগে প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে 'ভূত বাংলো' ছবির কথা ঘোষণা করেছিলেন আক্কি। আর তাই 'ভাগাম ভাগ-২'তেও এই জুটিকে দেখা যাবে বলে আশায় বুক বাঁধছেন সিনে প্রেমীরা। ২০০৬ সালে 'ভাগাম ভাগ' শুধুই বড় হিট নয়। সেসময় এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যাও বয়েছিল। পুরো বিষয়টাই ছিল বেশ মজাদার। আর ২০ বছর পর সেই আইকনিক কমেডির সিকুয়্যালই আবার ফিরছে। জানা যাচ্ছে এই ছবির শ্যুটিং শেষ হবে ২০২৫-এর শেষের দিকে, আর মুক্তি পাওয়ার কথা ২০২৬-সালে।