জানা যাচ্ছে, আকাঙ্খার পেটে যে অজানা তরলের উপস্থিতি মিলেছে, তার পরিমান ছিল ২০ এমএল। জানা যাচ্ছে, অভিনেত্রীর 'পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এছাড়া আর কোনও খাবার বা আর কোনও তরলের উপস্থিতি মেলেনি। অ্যলকোহলের চিহ্নও পাওয়া যায়নি।
সামনে এল আকাঙ্খা দুবের ময়নাতদন্তের রিপোর্ট
ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবেকে খুন করা হয়েছে, এমনটাই দাবি করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। অবশেষে সামনে এল আকাঙ্খা দুবের ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী আকাঙ্খার পেটে মিলেছে অজানা তরলের উপস্থিতি, এছাড়াও তাঁর কব্জিতে মিলেছে আঘাতের চিহ্ন।
জানা যাচ্ছে, আকাঙ্খার পেটে বাদামী রঙের যে অজানা তরলের উপস্থিতি মিলেছে, তার পরিমান ছিল ২০ এমএল। জানা যাচ্ছে, অভিনেত্রীর 'পেটের মিউকাস মেমব্রেন বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আকাঙ্খা দুবের পেটে এছাড়া আর কোনও খাবার বা আর কোনও তরলের উপস্থিতি মেলেনি। অ্যলকোহলের চিহ্নও পাওয়া যায়নি।
এদিকে ইতিমধ্যেই প্রয়াত অভিনেত্রী আকাঙ্খা দুবের আইনজীবী শশাঙ্ক শেখর ত্রিপাঠি এই ঘটনায় CBI-তদন্তের দাবি জানিয়েছেন। এই মর্মে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠিও লিখেছেন। তাঁর দাবি আকাঙ্খা দুবে আত্মহত্যা করেননি, তাঁকে মেরে ফেলা হয়েছে। তাঁর আরও দাবি, আকাঙ্খার দেব তড়িঘড়ি দাহ করা হয়েছিল। এর আগে আকাঙ্খার মা মধু দুবে অভিনেত্রীর প্রেমিক সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিনেত্রী কাকা ও কাকিমার দাবি ছিল, বহুদিন ধরেই সমর সিং ও তাঁর ভাই সঞ্জয় সিং অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। আকাঙ্খার থেকে বড় অঙ্কের টাকা নিয়েছিলেন প্রেমিক সমর সিং, সেই টাকা ফেরত চাওয়ার কারণেই অভিনেত্রীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল।