১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। বাকিটুকু ইতিহাস। বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি হিন্দি সিনেমার ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে উঠেছিল এই ছবি। পরিচালক হিসেবে করণ এবং অভিনেত্রী হিসেবে রানি মুখোপাধ্যায়ের ফিল্মি কেরিয়ারকেও এক ধাক্কায় বহু গুণ এগিয়ে দিয়েছিল এই ছবি। ছবির মুখ্যঅভিনেতা, অভিনেত্রী তথা শাহরুখ-কাজলকেও এনে দিয়েছিল নানারকম ফিল্মি পুরস্কার। তবে এই ছবি বাস্তবায়িত হওয়ার আগে রানি মুখোপাধ্যায় অভিনীত 'টিনা' চরিত্রটির জন্য একাধিক জনপ্রিয় বলি-নায়িকাকে প্রস্তাব দিয়েছিলেন করণ। সেই তালিকায় অন্যতম ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন-ও। যদিও তখন তিনি 'বচ্চন' হয়ে ওঠেননি।সেই সময়ে সদ্য নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেছেন ঐশ্বর্য। মাত্র তিনটি ছবি পুরোনো নায়িকা তিনি। সেই সময়ে করণ তাঁকে এই ছবির প্রস্তাব দেন। তবে বলাই বাহুল্য পরিচালকের সেই প্রস্তাবে রাজি হননি বলি-নায়িকা। ভেবেছিলেন যদি তিনি 'কুছ কুছ হোতা হ্যায়'-তে কাজ করতে রাজি হন, তাহলে হয়তো নির্মমভাবে বেইজ্জত হতে হবে তাঁকে! ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে ঐশ্বর্য বলেছিলেন তখন তিনি ছবির দুনিয়ায় 'নিউকামার' হলেও ততদিনে তাঁর সঙ্গে তুলনা হয়ে গেছে তৎকালীন বড় বড়, নামকরা নায়িকাদের সঙ্গে। নায়িকার সংযোজন,'এহেন পরিস্থিতিতে 'টিনা-র চরিত্রে অভিনয় করলে আমি নিশ্চিৎ যে সবাই আমার ব্যাপারে বলাবলি শুরু করতো যে মডেলিং দুনিয়ায় যা করেছে, এবার অভিনয়ের জগতে এসেও সেই একই কাজ ফের একবার করা শুরু করেছে মেয়েটা। মানে বলতে চাইছি ওই ছবিতে গ্ল্যামারাস অবতার, স্ট্রেট হেয়ার, মিনি স্কার্টস এইসব নিয়েই আর কী...' এখানেই না থেমে ঐশ্বর্য আরও জানিয়েছিলেন ওদিকে 'কুছ কুছ হোতা হ্যায়'-তে ছবির নায়ক তো শেষপর্যন্ত মূল নায়িকার কাছে ফিরে গেছিল।সুতরাং সবমিলিয়ে এই ছবি যদি আমি করতাম তবে একরাশ সমালোচনা ও অপমানের মুখে পড়তে হতো আমাকে!' তবে এক সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছিলেন 'টিনা' চরিত্রে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন উর্মিলা, তাব্বুর মতো একাধিক নায়িকা। তবে তাঁদের মধ্যে একমাত্র ঐশ্বর্য-ই ফোন করে তাঁকে নিজের অপারগতার কথা জানিয়েছিলেন। বলাই বাহুল্য, নায়িকার এই সৌজন্যতা বোধে মুগ্ধ হয়েছিলেন করণ।