'খাদান'-এর শ্যুটিং নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিলেন। দ্বিতীয় পর্যায়ের শ্যুটিং শেষ হতেই সোজা ঘাটাল পৌঁছে গেলেন ঘরের ছেলে দেব। ফের একবার ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ে নামছেন টলিপাড়ার সুপারস্টার দেব। আর তাই ছবির কাজ শেষ হতে তাই এবার ভোটের লড়াইয়ে নেমে পড়লেন ঘাটালের প্রাক্তন সাংসদ।
বৃহস্পতিবার থেকেই ঘাটালে ভোটের প্রচার শুরু করলেন দেব। এলোমেলো চুল, মুখ ভর্তি দাড়ি নিয়েই পশ্চিম বর্ধমান থেকে সোজা ঘাটাল পৌঁছে যান সুপারস্টার। পরনে খাঁকি প্যান্ট, ঘামে ভেজা টি-শার্ট পরেই তিনি নিজের গাড়ির উপর উঠে পড়েন। তারপর হাত জোর করে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় দেবকে। তাঁকে দেখতে তখন ভিড় করেছেন বহু মানুষ। তাঁদের সকলের হাতই উপর দিকে তোলা। এদিকে এদিনই লোকজনের ভিড়ে ডানহাতে অল্প চোট পান তৃণমূলের তারকা প্রার্থী। তবে তাতে তিনি বিরক্ত হননি। দেবের কথায়, ‘এটাও তো ভালোবাসার চোট’।
এমনই এক টুকরো ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন দীপক অধিকারী, ওরফে দেব। নাহ, নায়কোচিত নয়। এদিন খানিকটা যেন ঘরের ছেলে হয়েই ঘাটালবাসীর কাছে পৌঁছেছিলেন দেব। চোখে মুখে টানা শ্যুটিংয়ের ক্লান্তি নিয়েই শুনলেন ঘাটালবাসীর মনের কথা। ছবির ক্যাপশানেও তাই ঘাটালবাসীকে ধন্যবাদই জানিয়েছেন দেব। লিখেছেন, ‘ধন্যবাদ ঘাটাল’।