আর গুনে গুনে চারদিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় নতুন রূপে, নতুন ভাবে ধরা দিতে চলেছেন শাহরুখ খান। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কিং খান অভিনীত ছবি ডাঙ্কি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ছবির অ্যাডভান্স বুকিং। আর সেই খবর খোদ শাহরুখ খান জানিয়েছেন।
ডাঙ্কি ছবির অ্যাডভান্স বুকিং
শনিবার, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ডাঙ্কি ছবির অ্যাডভান্স বুকিং। সেই কথা এবার শাহরুখ খান নিয়ে ভাগ করে নিলেন সকলের সঙ্গে। এদিন শাহরুখ খান একটি পোস্ট করে লেখেন, 'আজকের তাজা খবর শোনার জন্য হার্ডি বেরিয়ে পড়েছে সিনেমা হলের উদ্দেশ্যে। আপনিও তৈরি হয়ে নিন।' তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'আমাদের অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। এখনই আপনার টিকিট বুক করে নিন।'
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
আরও পড়ুন: লাভ বিয়ে আজকালে জুনের শয়তানি দেখে হতবাক মমতা! 'আর কত দুষ্টুমি করবে?' অভিনেত্রীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
এই ছবির অ্যাডভান্স বুকিং খুলে যাওয়া মাত্রই দ্রুত ভর্তি হয়ে যাচ্ছে আসন সংখ্যা। জওয়ানের মতো অত ভোরবেলার শো না থাকলেও, সকাল সাতটা থেকেই ২১ ডিসেম্বর দেখা যাবে শাহরুখ ম্যাজিক।