আদিলের আরও দাবি, ‘আমাকে বিয়ের পরও রীতেশের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে এসেছিল রাখি। আমি ডিভোর্স চাইতে গেলে রাখি আমায় মারধর করে। রাখি নিজের বয়স নিয়েও মিথ্যে বলেন। প্রথমে বলেছিল ও আমার থেকে ৭ বছরের বড়। পরে জানি ও আমার থেকে ১৯ বছরের বড়।’
রাখি সাওয়ান্ত-আদিল দুরানি
গত বছর আদিল দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। শুধু বিয়েই নয়, আদিল মুসলিম, তাই রাখিও ইসলাম ধর্ম গ্রহ করেন। রাখি জানান, ইসলাম গ্রহণের পর তাঁর নাম নাকি ফতেমা। এদিকে আদিলের সঙ্গে রাখির সংসার পাতার কয়েক মাসের মধ্যেই আসতে থাকে গার্হস্থ্য হিংসার খবর। আদিলের নামে নির্যাতন, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ আনেন রাখি। সেইসব অভিযোগে জেলে যান আদিল দুরানি। এসবের মাঝে তাঁদের বিবাহ-বিচ্ছেদও নাকি হয়ে যায়।
এদিকে সোমবার হঠাৎ করেই উদয় হয়েছেন রাখির প্রাক্তন স্বামী আদিল দুরানি। আসলে উদয় হননি, আদিল দুরানি এতদিন পর (২১ জুলাই) জেল থেকে ছাড়া পেয়েছেন। আর জেল থেকে বের হয়েই রাখি সাওয়ান্তের বিরুদ্ধে বিস্ফোরক আদিল দুরানি। তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, রাখিকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন আদিল। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন আদিল।
আদিল দুরানি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমি চাই না, যে আমার শত্রুকেও কখনও জেলে যেতে হোক। জেল একটা দুঃস্বপ্ন, আমি গিয়েছি, জানি। আর আমি যদি কোনও অন্যায় করতাম, তাহলে আফসোস হত না। আমি কোনও অন্যায় করিনি। আমায় ফাঁসানো হয়েছে। ’ আদিলের অভিযোগ শুধু তাঁকেই নয়, রাখি তাঁর প্রথম স্বামী রীতেশের সঙ্গেও প্রতারণা করেছেন। আদিলের দাবি, তিনি নন, উল্টে রাখিই তাঁকে মারধর করতেন।