হাতে বাঁধা গোলাপ ফুলের রাখি। এই রাখি স্বস্তিকা মুখোপাধ্যায়কে পরিয়েছেন তাঁর 'ফাল্গুনী দা'। রাখি বন্ধন উৎসবের সুন্দর কিছু মুহূ্র্ত ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘রক্ত নিতে আসা একজন মানুষের সঙ্গে কেমন রক্তের সম্পর্ক হয়ে যায় আমাদের।’ কিন্তু কী হয়েছে অভিনেত্রীর? হঠাৎ ব্লাড টেস্টইবা কেন করাতে হল তাঁকে?
স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্ট থেকেই জানা যাচ্ছে, অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। আর সেকারণেই নাকি ব্লাড টেস্ট করাতে হয়েছে স্বস্তিকাকে। নিজের পোস্টে ঠিক কী লিখেছেন অভিনেত্রী?
লম্বা পোস্টে স্বস্তিকা লেখেন, 'ফাল্গুনী দা, ওনার পুরো নাম টা জানিনা। কোনদিন জিজ্ঞেস করার কথাও মনে আসেনি। বাবা সব সময়, ওহে ফাল্গুনী, বলে ডাকতো, মা আর আমরা দুই বোন নামের সঙ্গে দা। আমার যখন ২০ বছর বয়স হবে, তবে থেকে ফাল্গুনী দা আমাদের বাড়িতে আসেন, তার আগে থেকে আসেন তেমন টাও হতে পারে। ঠিক মনে নেই। রক্ত পরীক্ষা করতে হলেই ওনার ডাক পরে। SRL ডায়গনিস্টিকস'এ কাজ করেন উনি, সারাজীবন এই সাদা পোশাক পরে আসেন, মুখে স্মিত হাসি, এসেই বলেন এক ফোঁটাও ব্যাথা লাগবে না। সত্যি তাই। ছুঁচে আমার বড় ভয়, কিন্তু বোঝার আগেই রক্ত নেওয়া হয়ে যায় ওনার।'
এরপরই নিজের অস্ত্রোপচারের কথা জানান স্বস্তিকা, লেখেন, ‘আমার সামনের সপ্তাহে একটা অপারেশন হবে, তাই আজকে রক্ত নেওয়ার জন্য এসেছিলেন বাড়িতে। ঢুকেই বললেন, আগে হাত টা দাও তো দিদিমনি, আমি বললাম তুমি যে কিসব বাঁধো রক্ত নেওয়ার আগে ওটা বাঁধবে না? বললেন আগে রাখী টা পরাই, এমন দিনে তোমার কাছে এলাম, তুমি একা একা থাকো, সামনে একটা পরীক্ষা, কত সাহস তোমার, বাবা আছেন কিন্তু, সব ভালো হবে। তুমি হাসপাতাল থেকে ফিরলে জানিয়ো আমি এসে দেখে যাবো।’
আরও পড়ুন-শরীর বদলে শ্রী এখন নারী, মাও হয়েছেন, সেই রপান্তরকামী বোনের থেকে রাখি পরলেন রামকমল
আরও পড়ুন-'বাপ সে বাত কর', ভাইরাল 'জওয়ান' শাহরুখের ডায়ালগ, এটাই কি মাদককাণ্ড নিয়ে বার্তা?
আরও পড়ুন-Exclusive Jagadhatri: বর্ষপূর্তিতে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’, তাঁদের রসায়ন নিয়ে কী বললেন জ্যাস ও স্বয়ম্ভূ