বাংলা নিউজ > বায়োস্কোপ > Sohini Sarkar: একফালি কাপড় গায়ে একগলা জলে ডুব, সোহিনী বলছেন, 'তাকে খুব কাছে যেই পাই......'
পরবর্তী খবর
Sohini Sarkar: একফালি কাপড় গায়ে একগলা জলে ডুব, সোহিনী বলছেন, 'তাকে খুব কাছে যেই পাই......'
1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2023, 11:37 AM ISTRanita Goswami
এদিকে শোভনের পোস্টের ঠিক পরেই একগলা জলে ডুবে ছবি পোস্ট করলেন সোহিনী। যা দেখে নেটাপাড়ার কেউ কেউ মজা করে বলছেন, ‘এ তো প্রেমের জলে ডুব! হাবুডুবু অবস্থা!’ কেউ আবার সোহিনীকে 'জলপরী'র তকমা দিয়েছেন।
সোহিনী সরকার
গায়ে জড়ানো একফালি কালো কাপড়, তাতে দৃশ্যমান কালো অন্তর্বাসের স্ট্র্যাপ, একগলা জলে ডুব দিলেন সোহিনী। কাচের মতো স্বচ্ছ জলে নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এমনই একটুকরো ছবি দিয়ে সোহিনী লিখেছেন, ‘তাকে খুব কাছে যেই পাই......’।
সোহিনী সরকারের এমন পোস্ট ঘিরেই নেটপাড়ায় হইচই। তা কাকে খুব কাছ থেকে পাওয়ার কথা বলেছেন সোহিনী? এর উত্তর এখন অনেকেরই কমবেশি জানা। কারণ, মাত্র ১দিন আগেই সোহিনীর প্রতি শোভনের প্রেমের ইস্তেহার অনেকেরই চোখে পড়েছিল। যদিও গায়ক শোভন গঙ্গোপাধ্যায় সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেন। তবে ততক্ষণে সেই ছবিগুলি দেখে ফেলেছেন অনেকেই। কী ছিল সেই পোস্টে?
সোহিনীর সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি দিয়ে শোভন লিখেছিলেন, ‘শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।’ ছবিতে শোভনের কাঁধে মাথা রাখতে দেখা গিয়েছিল সোহিনী সরকারকে। বোঝাই যাচ্ছিল সেগুলো তাঁদের একান্তে কোথাও বেড়াতে যাওয়ার ছবি। এদিকে তার ঠিক পরেই একগলা জলে ডুবে ছবি পোস্ট করলেন সোহিনী। যা দেখে নেটাপাড়ার কেউ কেউ মজা করে বলছেন, ‘এ তো প্রেমের জলে ডুব! হাবুডুবু অবস্থা!’ কেউ আবার সোহিনীকে 'জলপরী'র তকমা দিয়েছেন।