টলিউডের খ্যাতনামা অভিনেত্রী পার্নো মিত্র। ৮ মার্চ, নারী দিবসের দিন মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘বনবিবি’। রাজদীপ ঘোষের পরিচালনায়, রানা সরকারের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। বহুদিন পর আবারও এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী। এই গল্প তৈরি হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেন পার্নো।
পিছন ফিরে দেখলে, ২০১৯ সালে দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেন একগুচ্ছ টলিউড তারকা। রূপাঞ্জনা মিত্র, কাঞ্চনা মৈত্র, রিমঝিম গুপ্ত, রূপা ভট্টাচার্য-সহ আরও অনেকে। তাঁদেরই মধ্যে অন্যতম ছিলেন পার্নো মিত্র। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর একে একে অনেকেই দল ছেড়েছেন। কেউ ঘোষণা করেছেন কেউ আবার তা করেননি। আর পার্নো? বিজেপির সঙ্গে কি এখনও কোনও যোগ রয়েছে অভিনেত্রীর? সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্নো জানিয়েছেন, ‘আমি এখনও ছাড়িনি। তবে রাজনীতিতে এখন আর সক্রিয় নই, এটুকু বলতে পারি’।
এরপর সিনেমা না ছোটপর্দায় কোথায় দেখা যাবে অভিনেত্রীকে? পার্নো জানিয়েছেন, ‘যেটা হবে। যেটা ভালো লাগবে, বেছে নেব। ছবির মধ্যে অঙ্ক কি কঠিন মুক্তির অপেক্ষায়। আর রয়েছে সুজি কিউ'। আরও পড়ুন: কিছু দিন আগেই 'বাবা' হয়েছেন, নারী দিবসে মেয়ের ছবি প্রকাশ্যে এনে কী বললেন সৃজিত