গোলাপি ফ্লাওয়ার প্রিন্টেড নীল রঙের ড্রেস। খোলা চুলে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঐন্দ্রিলা সেন। নেট নাগরিকদের অনেকেরই ঐন্দ্রিলার এই ছবি চোখে পড়েছে। তবে শুধু এই ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পোস্টে স্পষ্ট যে ঐন্দ্রিলার চেহারা আমূল বদলে গিয়েছে। বেশ বোঝা যাচ্ছে ওজন অনেকটা ঝরিয়ে ফেলে এক্কেবারে ছিপছিপে হয়ে ওঠেছেন ঐন্দ্রিলা সেন।
তবে এই রোগা ঐন্দ্রিলাকে নেটপাড়ার অনেকেরই ঠিক পছন্দ হচ্ছে না। কেউ কেউ বলেছেন আগের গোলগোল ঐন্দ্রিলাই তাঁদের পছন্দের ছিলেন। একজন ছবির নিচে লিখেছেন, ‘তোমাকে মোটাতে বেশি সুন্দর লাগত, এখন কেমন যেন হয়ে গেছো।’ কেউ লিখেছেন, ‘যেটা চাইলাম না সেটই হোলো.. কী সুন্দর গোলগাল ছিলে তা দিলে মাটি করে!’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। অনেকেই আবার ঐন্দ্রিলার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
আরও পড়ুন-‘শ্যুটিংয়ে গিয়ে আসল ডাকাতের সঙ্গে মদ খেয়েছি, একঘরে থেকেছি,’ ভয়ঙ্কর অভিজ্ঞতা মনোজ বাজপেয়ীর
আরও পড়ুন-জগন্নাথ দর্শনে! পুরীর সৈকতে একফ্রেমে স্বস্তিকা-ইমন, সঙ্গে আর কে?