কালিম্পং-এর যে হোম-স্টেতে রয়েছেন অর্পিতা-স্বর্ণদীপ্ত। সেখানে আগে থেকেই কথা বলে রেখেছিলেন অভিনেতা। হোমস্টের বিছানায় আগে থেকেই Happy Birthday লিখে রেখেছিলেন কর্মীরা। সারা বিছানায় বেলুন, আর কেক রাখা ছিল। হোমস্টেতে কর্মরত এক পাহাড়ি কর্মী অর্পিতাকে সেই ঘরে নিয়ে যান। দরজা খুলতেই অবাক অর্পিতা।
স্বর্ণদীপ্ত-অর্পিতা
গত ২৭শে নভেম্বর পরিণতি পেয়েছিল টেলি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলের প্রেম। ওইদিন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের সেটে অনস্ক্রিন রোম্যান্স অফস্ক্রিনে বদলে যায়। তবে বিয়ে হলেও মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি স্বর্ণদীপ্ত ও অর্পিতার। তবে অর্পিতার জন্মদিনে তাঁকে না জানিয়েই পরিকল্পনা করে ফেলেন স্বর্ণদীপ্ত।
এরপর স্ত্রীর জন্মদিনটা স্পেশাল করে তুলতে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছিলেন অর্পিতা-স্বর্ণদীপ্ত। দিনটা ছিল ২৬ জানুয়ারি। এদিকে হৃত্বিক রোশনের ভীষণ ভক্ত স্বর্ণদীপ্ত প্রিয় অভিনেতার প্রতিটা ছবির ফার্স্ট ডে, ফাস্ট শো দেখেন আর এই ২৫ জানুয়ারিই মুক্তি পেয়েছে হৃত্বিকের 'ফাইটার'। তবে নাহ, এবার আর স্বর্ণদীপ্তর হৃত্বিকের এই ছবি দেখা হয়নি, উল্টে স্ত্রী অর্পিতার জন্মদিনই ছিল তাঁর ফার্স্ট প্রায়োরিটি। মধুচন্দ্রিমা কাটাতে কালিম্পংয়ে পৌঁছন স্বর্ণদীপ্ত-অর্পিতা। আর সেখানে গিয়েই ছিল অর্পিতার জন্য তাঁর বরের আসল সারপ্রাইজ। আর সেটা ঠিক কী ছিল, সেকথা TV9 বাংলাকে জানান এই নবদম্পতি।
জানা যায়, কালিম্পং-এর যে হোম-স্টেতে রয়েছেন অর্পিতা-স্বর্ণদীপ্ত। সেখানে আগে থেকেই কথা বলে রেখিছিলেন অভিনেতা। হোমস্টের বিছানায় আগে থেকেই Happy Birthday লিখে রেখেছিলেন সেখানকার কর্মীরা। সারা বিছানায় বেলুন, আর কালিম্পংয়ের বিখ্যাত বেকারির কেক রাখা ছিল। হোমস্টেতে কর্মরত এক পাহাড়ি কর্মী অর্পিতাকে সেই ঘরে নিয়ে যান। দরজা খুলতেই সারপ্রাইজটা পেয়ে যান অর্পিতা। কথা বলতে পারেননি অভিনেত্রী, এমন উপহার পেয়ে কেঁদে ফেলেন তিনি। এমন উপহার, চমক পেতে কে না ভালোবাসেন, অর্পিতাও কিছু না বলে আবেগে জড়িয়ে ধরেছিলেন স্বামীকে।