ছবি শেয়ার করে সম্রাট মুখোপাধ্যায় লেখেন, 'সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১০০০ ফুট উপরে রুশা চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা... দোহা কলকাতার বিমানে! তবে সম্রাট মুখোপাধ্যায়ের শেয়ার করা ছবিতে মেকআপ ছাড়া রুশাকে দেখলে, হঠাৎ করে চেনা সত্যিই দায়!
স্বামীর সঙ্গে রুশা
দীর্ঘদিন যুক্ত ছিলেন অভিনয়ের সঙ্গে। একসময় বাংলা ধারাবাহিকে জমিয়ে অভিনয় করেছেন রুশা চট্টোপাধ্যায়। তবে দীর্ঘ ১৩ বছরের অভিনয় কেরিয়ারে ইতি টেনে রুশা এখন ঘোর সংসারী। চলতি বছরেই বাবা-মায়ের দেখা পাত্রকেই বিয়ে করে অভিনেত্রী এখন আমেরিকাবাসী।
রুশার বরের নাম অনুরণ রায়চৌধুরী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। মাইক্রোসফটে চাকরি করেন, সেই সূত্রেই সিয়াটেলে থাকেন অনুরণ। আর তাই তাঁকে বিয়ে করে রুশাও এখন প্রবাসী। চলতি বছরের জানুয়ারি মাসেই রিয়ে হয় রুশার। বিয়ের দীর্ঘ ৯ মাস পর আমেরিকা থেকে কলকাতা ফিরলেন রুশা। ফেরার পথেই তাঁর দেখা হয় প্রাক্তন সহকর্মীর সঙ্গে, ইনি আর কেউ নন, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। সম্রাটও সপরিবারের বিদেশে বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথেই একই বিমানে ওঠেন তাঁরা। রুশার সঙ্গে দেখা হওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা। আর রুশাও সেটা শেয়ার করেছেন।