আলাদা থাকছিলেন বহু আগে থেকেই। তবে ২০২৩-এর ১৭ নভেম্বর আইনত বিবাহ-বিচ্ছেদ হয় জিতু-নবনীতার। তবে সম্প্রতি ফেসবুকে মজার ছলেই দ্বিতীয়বার বাগদানের খবর পোস্ট করেন জিতু। আর তাতেই হইচই পড়ে যায়। আর জিতুর এই পোস্টের ঠিক পরপরই তাঁকে নিয়ে মুখ খোলেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিয়ের গয়না ফেরত না দেওয়ার অভিযোগ আনেন অভিনেত্রী। যদিও জিতু কমল এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।
এদিকে তাঁকে আর নবনীতাকে নিয়ে যখন চর্চা জারি, ঠিক তখনই শহর ছেড়ে বহু দূরে চলে গিয়েছেন জিতু। কোথায় গিয়েছেন অভিনেতা? নাহ, জিতু কোথায় বেড়াতে গিয়েছেন, নাকি শ্যুটিংয়ে গিয়েছেন তা স্পষ্ট নয়। তবে তিনি যে কোনও সমুদ্র সৈকতে রয়েছেন তা তাঁর পোস্টেই স্পষ্ট। সমুদ্র সৈকত থেকে সেলফি সহ একগুচ্ছ ছবি পোস্ট করেছেন জিতু কমল। ছবিগুলির মধ্যে ২টিতে ধরা পড়েছে অভিনেতার ঠিক পিছনেই উত্তাল সমুদ্র, আর অপর ২টিতে উঠে এসেছে সৈকত সংলগ্ন বালিয়াড়ি। ক্যাপশানে অবশ্য অভিনেতা কিছুই লেখেননি। শুধু হাত জোড় করা ইমোজি দিয়েছেন।
আরও পড়ুন-মমতা শঙ্করের ‘শাড়ি মন্তব্য’! সুদীপ্ত লিখলেন, ‘হেডলাইন দেখে পুরোটা…', আর তসলিমা কী লিখলেন?