জি বাংলায় আসছে অন্যতম জনপ্রিয় শো ‘সারেগামাপা’। চলছে তারই প্রস্তুতি পর্ব। ইতিমধ্যেই শুরু হয়েছে অডিশন। আর উত্তরবঙ্গ থেকেই শুরু হয়েছে অডিশন পর্ব। গত ২৯মার্চ, শুক্রবার দার্জিলিং-এর জিমখানা ক্লাবে হয়েছে প্রথম রাউন্ডের অডিশন। আর এবার অডিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কোচবিহার।
৩১ মার্চ, রবিবার কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণের পাশে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ রয়েছে দ্বিতীয় পর্বের অডিশন। সময় সকাল ৯টা থেকে বিকে ৪টে। বয়স সীমা ৪ বছরের ঊর্ধ্বে। এই ঘোষণা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষের তরফে আগেই করা হয়েছিল। আর এবার শোয়ের প্রস্তুতি হিসাবে শনিবার সকালে প্রিন্সেপ ঘাটে শ্যুটিং করলেন আবির চট্টোপাধ্যায়। গত বেশ কয়েক বছর ধরে তিনিই এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। লাইট, ক্যামেরা, অ্যাকশানে ধরা দিলেন অভিনেতা। প্রচণ্ড গরম উপেক্ষা করেই চলল শ্যুটিং। তারই কিছু ঝলক উঠে এল Hindustan Times Bangla-র ক্যামেরায়।


তবে শুধু দার্জিলিং আর কোচবিহার নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা বাংলা জুড়েই হবে সারেগামাপা-র অডিশন। সেখান থেকে বেছে বেছে শিল্পীদের তুলে আনা হবে সারেগামাপা-র মঞ্চে। তবে বাংলার বাকি অংশে অডিশন কবে, কোথায়, কখন হবে, তা এখনো শোয়ের নির্মাতাদের তরফে প্রকাশ্যে আনা হয়নি।
এর আগেও এই শোয়ের হাত ধরেই গানের দুনিয়ায় নিজেদের পরিচিতি তৈরি করেছেন বহু শিল্পী। আরও একবার বাংলা শিল্পীদের কাছে নিজেদের মেলে ধরা সুযোগ করে দিতে চলেছে বহু বছর ধরে চলে আসা জনপ্রিয় এই শো।
রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগীতি, আধুনিক বিভিন্ন ধরনের ঘরনার শিল্পীরা জনপ্রিয় এই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাবেন। তবে এবার সারেগামাপা-র বিচারকের আসন কারা উজ্জ্বল করবেন, তাঁদের নাম এখনও চ্য়ানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি।