
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অগ্নিদগ্ধ মিরাক্কেল বিজয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। বাংলাদেশের ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনি দগ্ধ হয়েছেন। তিনি ছাড়া আরও চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আবু হেনা রনিসহ দু'জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানিয়েছেন, এখনও সম্পূর্ণ সংকট মুক্ত নন আবু হেনা রনি। আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জন্মদিনে শাহরুখের শুভেচ্ছা, বিশেষ একটি পরামর্শও আছে তাঁর জন্য
এস এম আইউব হোসেন বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুর রহমানের শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। গতকাল রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগে এই দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সকাল ১০টার দিকে তাঁদের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। তাই কাউকেই সংকট মুক্ত বলা যাবে না। তাঁদের দুজনেরই শ্বাসনালি দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক না হলেও পোড়ার পরিমাণ অনেকটাই বেশি। এই জন্য তাঁদের সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও পড়ুন: আসছে রানু মণ্ডলের বায়োপিক, প্রকাশ্যে ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’র ফার্স্টলুক
এ ঘটনায় আহত আরও তিনজন মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন। এই তিনজন বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports