চারিদিকে পুজোর আমেজ, টলিপাড়াতেও লেগেছে সেই হাওয়া। পুজোয় আসছে ৪টি ছবি। যার মধ্যে উইন্ডোজ প্রোডাকশনের ছবি 'রক্তবীজ'-এর জন্য জুটি বেঁধেছেন আবির মিমি। ছবির বিষয়বস্তু খাগড়াগড় বিস্ফোরণ। আপাতত এই ছবির জন্যই আলোচনায় রয়েছেন আবির-মিমি। সম্প্রতি মিমিকে নিয়ে আবিরের একটা মন্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। আবির বলেছেন, ‘মিমি অনেকটা পোলাও ও মাংসের মতো’। কিন্তু এমন কথা কেন বলেছেন আবির? এবিষয়েই এক সাক্ষাৎকারে জবাব দিয়েছেন আবির চট্টোপাধ্যায়।
‘মিমি অনেকটা পোলাও ও মটনের মতো’ নিজের এই মন্তব্য প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আবির। তিনি বলেন, ‘আসলে পোলাও ও মাংসের সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই কথাটা বলা। আসলে একটা প্রশ্নে খাবারের তুলনা টানা হয়েছিল, সেকারণেই কথাটা বলেছিলাম। এবিষয়ে মিমির সঙ্গে কথাও হয়েছে আমার ও বলেছে, যা বলেছ, বেশ করেছো। আসলে বন্ধু বা সহকর্মীর সঙ্গে খাবার তুলনা করাটা হয় রূঢ়। তবে একটা কথা বুঝতে হবে, আসলে খাবারের সঙ্গে তুলনা মানে সেই খাবারের আবেগ ও স্বাদ জড়িয়ে। আসলে তার সঙ্গে তুলনা করেছি।’
আরও পড়ুন-প্রস্তুতি শুরু! ট্রাকে করে বাড়ির পুজোর দুর্গা প্রতিমা আনলেন স্বস্তিকা

মিমি-আবির
কিছুদিন আগে ফেসবুকে আবির চট্টোপাধ্যায় লেখেন, টউদ্ধত শোনালে, আমি অপারগ…যেহেতু আপনারা কাজের post-এ খুব একটা আগ্রহী নন, তাই আজ ব্যক্তিগত ছবি-ই দিলাম।' কিন্তু কেন এমনটা লিখেছিলেন আবির? সাক্ষাৎকারে সেবিষয়েও মুখ খোলেন অভিনেতা। আবির বলেন, ‘পুরোটাই সংস্কৃতি নিয়ে। শুধু আমার ক্ষেত্রে নয়, আমার বন্ধুদের ক্ষেত্রও দেখেছি, কাজ নিয়ে কেউ কিছু পোস্ট করলে মানুষ তাতে আগ্রহী হননা, যতটা ব্যক্তিগত বিষয় নিয়ে দেখান।’ তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, এপ্রসঙ্গে আবিরের মত, কাজের জন্যই তাঁর পরিচিতি। বাকিটা প্যাকেজিং। আর সেটাই তিনি একটু লোকজনকে কড়াভাবে মনে করিয়ে দিতে চেয়েছেন বলে জানান আবির।